![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের স্বাদ
- যাযাবর জীবন
চাঁদের রাতে ভালোবাসার রংধনু
সাজানো থরে থরে
ফোঁটায় ফোঁটায় চাঁদনি চুইয়ে
রঙিন আলো তোর ঘরে;
অমাবস্যার বৃষ্টি সারারাত ঝরে
আমার টিনের চালে
ভালোবাসার রঙে সাজিয়েছি নিজেকে
সেজেছি বিষের নীলে।
তপ্ত রাতে পুড়ছিস তুই
প্রেমিকের গরম কামে
দুপুরের প্রেম গলছে রাতে
তোর অশ্রু ঘামে;
জিহ্বায় লোনা স্বাদ আমাকেই নিতে হয়
বারবার, বারবার;
ঘামের
রক্তের
আর
প্রেমের কান্নার।
©somewhere in net ltd.