![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি, তুই ও সে
- যাযাবর জীবন
তপ্ত বালুতে পেতে রেখেছিস তপ্ত বিছানা
তপ্ত কড়াইয়ে ঢালছিস তপ্ত তেল
আমাকে কি বরফ মনে হয়?
আমি হিমবাহতে শয্যা পাতি বরফ বিছানায়
তোর তপ্ত প্রেমে হিমবাহ গলে যায়
তোকে আমার বড্ড ভয়।
আমি রক্তমাংসে গড়া মানুষ
ঝলসে গিয়েছি তপ্ত প্রেমে
হিম প্রেমে গিয়েছি জমে
মনুষ্য প্রেমের আঙিনা পেড়িয়ে
কেওর দিয়ে ফেলেছি মনের ঘরে
সেই কবেই,
চাবি খুঁজছে চাঁদনি আজো;
আমি তপ্ত বরফে ডুবেছি
তার হিম প্রেমে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি তপ্ত বরফে ডুবেছি
তার হিম প্রেমে।
অসাধারণ হয়েছে ভাই।