![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাথর
- যাযাবর জীবন
একসময় জীবনে বন্ধুর আগমনে আনন্দিত হতাম
বন্ধু অভিমানে মুখ ফেরালে একসময় দুঃখ পেতাম,
কোন এক সময়;
যখন হৃদয় ছিল রক্ত মাংসে গড়া।
তারপর সময় গড়ানোর সাথে সাথে জীবন গড়ালো
বন্ধুত্ব পেঁচিয়ে যেতে লাগলো স্বার্থের নাগপাশে
বাস্তবতার নির্মম আঘাতগুলো সয়ে যেতে যেতে
হৃদয় শক্ত হয়ে যেতে লাগলো
ক্রমাগত আঘাতে আঘাতে একসময় পাথরে পরিণত হলো।
আজ আর কোন আঘাতেই কষ্ট পাই না;
বন্ধুত্বের দরজাটা খোলা রেখেছি এখনো,
যখন যার ইচ্ছে ঘরে ঢুকে পড়ছে
আবার ইচ্ছে ফুঁড়লেই চলে যাচ্ছে
পাথর, অনুভূতিহীন চেয়ে থাকে;
কারো আসা আর যাওয়াতে
পাথরের কি যায় আসে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই সৌরভ।
ভালো থাকুন সব সময়।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: সুন্দর!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
একলার ছবি বলেছেন: অনুভূতিহীন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
নির্বাসন এ একা বলেছেন: হুম
অনুভুতিহীন
পাথর।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: বন্ধু হবে, যাবে, আবার নতুন হবে। সারাজীবন থাকবে না কেউ। এটাই ববাস্তবতা। যত তাড়াতাড়ি গ্রহণ করা যায় তত ভাল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
নির্বাসন এ একা বলেছেন: হা হা হা হা
ভাই রে মানুষ খুব তাড়াতাড়ি সব হজম করে ফেলে।
ধন্যবাদ ভাই আপনার সাজেশনের জন্য।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
ডি মুন বলেছেন: তারপর সময় গড়ানোর সাথে সাথে জীবন গড়ালো
বন্ধুত্ব পেঁচিয়ে যেতে লাগলো স্বার্থের নাগপাশে
বাস্তবতার নির্মম আঘাতগুলো সয়ে যেতে যেতে
হৃদয় শক্ত হয়ে যেতে লাগলো
ক্রমাগত আঘাতে আঘাতে একসময় পাথরে পরিণত হলো।
এটাই বাস্তবতা। কবিতা ভালো লেগেছে।
শুভকামনা রইলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই মুন।
ভালো থাকুন।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮
আলম দীপ্র বলেছেন: কারো আসা আর যাওয়াতে
পাথরের কি যায় আসে?[/sb
+++++ ।
পাথুরে বাস্তবতা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
নির্বাসন এ একা বলেছেন: জী ভাই
পাথুরে বাস্তবতা
ধন্যবাদ অনেক।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ব্যক্তি সময়ের পাথুরে রূপান্তর ৷
ভাল লাগলো ৷
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯
কলমের কালি শেষ বলেছেন: শুনেছি পাথরদেরও প্রান আছে । ওরাও হাঁটাচলা করে তবে অতি গোপনে ।
বাস্তবতার ছোঁয়া মেশানো কবিতা । ভাল লাগলো ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৯
মাহির মুনিম বলেছেন: যখন যার ইচ্ছে ঘরে ঢুকে পড়েছে
আবার ইচ্ছে ফুঁড়লেই চলে যাচ্ছে।
বন্ধু শব্দের ভাবটা অনেক কঠিন যেটা; চেনাতে অচেনা,অচেনাতে চেনা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
নির্বাসন এ একা বলেছেন: বন্ধু শব্দের ভাবটা অনেক কঠিন যেটা; চেনাতে অচেনা,অচেনাতে চেনা।
ঠিক বলেছেন ভাই।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫০
নাহিদ শামস্ ইমু বলেছেন: পাথর, অনুভূতিহীন চেয়ে থাকে;
কারো আসা আর যাওয়াতে
পাথরের কি যায় আসে?
চমৎকার লেখা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
বাউল সৌরভ বলেছেন: ‘বন্ধুত্ব পেঁচিয়ে যেতে লাগলো স্বার্থের নাগপাশে
বাস্তবতার নির্মম আঘাতগুলো সয়ে যেতে যেতে
হৃদয় শক্ত হয়ে যেতে লাগলো
ক্রমাগত আঘাতে আঘাতে একসময় পাথরে পরিণত হলো।’
এরকমই হয়। জীবন বড়ই বিচিত্র। এ জীবন কত আঘাত বয়ে চলে তার ইয়ত্তা নেই। স্বার্থের সংশ্লিষ্টতা কত স্বর্গকে যে নরকের বৈশিষ্ট্য দিয়েছে তার কোন লেখাযোখা নেই। ভাল লাগল। ধন্যবাদ। প্রথম আলো ব্লগে আপনার কবিতা পড়েছি।