![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যভূবনের অন্যঘর
- যাযাবর জীবন
ঘরটা অন্ধকার
অনুভবে অন্যরকম;
কারো জন্য শান্তি
কেও পায় অশান্তি
সম্পূর্ণ অচেনা অনুভব
অন্যরকম
অন্যভূবনে।
ওখানে একলাই যেতে হয়
কারো সাথে নয়
ওখানে অসীম অন্ধকার
আপাত: চোখে দেখার
আলো হয়তো আছে সেখানে
অন্যরকম, অন্যভূবনে
এখান থেকে আঁধার লাগে
ওখানে নাকি বাতি জ্বলে
অন্যরকম
অন্যভূবনে।
ওখানে যেতেই হয়
ইচ্ছে বা অনিচ্ছাতে নয়;
কেও অপেক্ষা করে ডাক আসার
কেও ভয়ে থাকে ডাক শোনার;
ডাক আসবেই,
আজ
কাল
কিংবা
পরশু;
যেতেই হবে সবাইকে সেখানে
অচেনা এক
অন্য অনুভবের
অন্যভূবনে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০
এস এম ইসমাঈল বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
নাসরিন চৌধুরী বলেছেন: হুম আমাদের সবাইকেই যেতে হবে। ধন্যবাদ লেখাটির জন্য। ভাল থাকা হোক।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২
ওয়্যারউলফ বলেছেন: জন্মই মৃত্যুর জন্য। আপনার প্রকাশ করার ভঙ্গিটি চমৎকার।খুব ভাল লাগল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৩
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
কলমের কালি শেষ বলেছেন: কোন উপায় নাই । সবচেয়ে অসুন্দর সত্য ।
কবিতায় ভাললাগা রইল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৮
দুখাই রাজ বলেছেন: চমৎকার । শুভ সকাল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবাইকেই যেতে হবে --- উপায় নেই -- কোন উপায় নেই --------
ভাল লাগা রেখে গেলাম কবিতায়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
নির্বাসন এ একা বলেছেন: জী ভাই যেতেই হবে
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগল ।