![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্শে চেনা
- যাযাবর জীবন
বেশিরভাগ স্পর্শ কামের
বন্ধু আর বান্ধবী
প্রেমিক আর প্রেমিকা
চেনা আর অচেনা, ছেলে আর মেয়েতে;
স্পর্শগুলো আলাদা করা কঠিন
কামের আর ভরসার।
কিছু স্পর্শ শুধুই ভরসার
স্বামী আর স্ত্রী
বাবা-মা আর সন্তান
ছোঁয়া মাত্রই স্পর্শগুলো আলাদা চেনা যায়
পুরোটাই আদর আর ভরসার।
তোকে ছুঁয়ে থাকি
শয়নে-স্বপনে কিংবা জাগরণে
দিন-রাত মনে মনে;
তোকে ছুঁয়ে থাকার স্পর্শ,
কিসের?
বড্ড জানতে ইচ্ছে করে।
©somewhere in net ltd.