![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ঘূর্ণন
- যাযাবর জীবন
আচ্ছা, ঠিক আছে
আজ তবে এইটুকুই থাক;
কাল আবার না হয় পাখির ডানার ভরে
নতুন করে ভোর হবে
আবার ভালোবাসব নতুন করে
আবার না হয় তপ্ত রবি মাথায় করে দুপুর গড়াবে
ভাটার টানে পাল তুলে বিকেল ধেয়ে যাবে
অস্তগামী সূর্যের পানে
ভালোবাসার গুনগুন গানে,
পাখিদের কলকাকলিতে নেমে আসবে সন্ধ্যে
তারপর আবার নতুন একটি অন্ধকার রাত
আবার মন খারাপ
আবার অনুযোগ আবার অভিমান
আবার নতুন করে বাঁধব না হয় বিষণ্ণ কিছু গান;
আজ না হয় এইটুকুই থাক
পুরনো অনুযোগের অভিমান ভরা রাত।
ক্রমাগত বাঘবন্দি খেলায় আজ আমি ক্লান্ত
অনুযোগের বাক্স-পেটরাগুলোও উপচে পড়েছে আজ
আজ না হয় এইটুকুই থাক;
তারপর আবার না হয় কালকে আসবে নতুন প্রভাত
নতুন করে ভালোবাসতে
নতুন ভাবে মত্ত হতে প্রেমে
নতুন করে আবিষ্কার দুজন দুজনে
তারপর আবার নতুন অনুযোগের পাহাড়ে
নতুন অভিমানের চারাগাছ
এভাবেই প্রতিদিন অঙ্কুরে মৃত্যু নতুন নতুন প্রেমের আশ
তারপর নতুন নতুন দীর্ঘশ্বাস;
দিন তো কেটে যাচ্ছেই হাসি আনন্দে
রাত্রি বিষণ্ণতার ভারে
তুই
আমি আর আমাদের
নিত্য নতুন প্রেম
তুই
আমি আর তোর
নিত্য নতুন অভিমান
চাঁদ সূর্যের মতই
প্রকৃতির দান।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
সেজুতি_শিপু বলেছেন: আবার নতুন করে বাঁধব না হয় বিষণ্ণ কিছু গান;
আজ না হয় এইটুকুই থাক
পুরনো অনুযোগের অভিমান ভরা রাত।
সুন্দর । ভাল লাগলো ।