নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

একা একা

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

একা একা
- যাযাবর জীবন

এ আমি কোথায় চলে এলাম?
এ কেমন তর জীবন?
এখানে দিন রাতের পার্থক্য বুঝি না
কখন সূর্য ওঠে ভোর হয়
কখন ডুবে গিয়ে সন্ধ্যা নামে
কখন চাঁদ হাসে আকাশের কোলে
কিছুই বুঝি না;
এখানে সব কেমন যেন ঘোলা ঘোলা
অনেক দিন হয়ে গেলো কারো সাথে কথা হয় না
অনেক দিন হয়ে গেলো চাঁদ দেখা হয় না
অনেক দিন হয়ে গেলো রাত জাগা হয় না
অনেক দিন হয়ে গেলো ভালো করে ঘুমও হয় না
ইদানীং কেমন যেন ঘুম আর জাগরণের মাঝামাঝি
কেটে যাচ্ছে দিন আর রাত্রি
কেমন এক ঘোরের ঘোরে;
আজ বড্ড রাত জাগতে ইচ্ছে করেছে
আজ বড্ড চাঁদ দেখতে ইচ্ছে করছে
আজ কথা বলতে ইচ্ছে হচ্ছে কোনো মানুষের সাথে
যেন তেন একজন মানুষ হলেই হয়
যে কথা বলবে আমার সাথে;
ইদানীং মানুষগুলো জানি কেমন হয়ে গেছে
সামনে দিয়ে চলে যায়
যেন দেখেও দেখে না
কোন কথা তো বলেই না
ভদ্রতা জ্ঞান হারিয়েছে নাকি সবাই মিলে?
এই যে ভাই একটু তাকান না এদিকে
ও ভাই!
হ্যাঁ আপনাকেই বলছি
এই যে আমি এখানে,
নাহ্
অন্য সবার মত ইনিও দেখলেন না আমায়।

আমি একজন মানুষ খুঁজছি
একটু কথা বলার তরে
একা একা আমার যে বড্ড দম বন্ধ লাগে
এই সাড়ে তিন হাত মাটির ঘরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.