![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল
- যাযাবর জীবন
আজ খুব ভোর বেলায়
যখন সূর্যেরো ঘুম ভাঙ্গে নাই
আমার পা চলে গিয়েছিল হেঁটে হেঁটে
তোর বাড়ির রাস্তায়;
প্রাতঃভ্রমণ?
নাহ, ঠিক তাও না
কেমন যেন ঘোরের মাঝে
দম দেওয়া পুতুলের মত, পায়ে পায়ে;
তোর বাড়ির সামনে দাঁড়াতেই
চোখ চলে গিয়েছিল বারান্দায়
খালি বারান্দাটা দেখে মন কেমন কেমন,
মনের মাঝে সেই সেদিনের তপ্ত দুপুরের স্মৃতি
ঝাঁপিয়ে চলে এলো খুব সহসায়
সেদিনের সেই ভুল চোখের ওপর
যখন তখন নেচে বেড়ায়
আমি অপলক চেয়ে দেখি অসহায়;
তোর ভুল ছিল আমায় কাছে ডাকা
আমার ভুল ছিল তোর কাছে যাওয়া
আমাদের ভুল ছিল দুজনার এক হওয়া
খেসারত গুনছি দুজন আজ
দু-ভুবনে
বিচ্ছিন্ন হয়ে;
এখন হাত দেখলেই বড্ড ভয় পাই
যদি আবার কেও হাত বাড়ায়?
যদি আবার চলে যাই একই ভুলের দোরগোড়ায়?
তার থেকে এই ভালো
তুই
আমি
আর আমাদের ভুলগুলো
আর মাঝে মাঝে স্মৃতির জাবর কাটা।
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।