![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বোধ অভিমান
- যাযাবর জীবন
চোখ ধাঁধানো সূর্যের আলোতেও কেও কেও অন্ধকার দেখে;
প্রেমিকার বুকের বাসি বকুল ঘ্রাণ
মধ্য দুপুরেও রাতের নেশা জাগায় প্রেমিকের মনে
স্বপ্নের ঘোরে ঠোঁট চুমে রক্তাক্ত প্রেমিক নিজে নিজে
অভিমানী প্রেম শামুকের খোলে;
অস্তগামী লাল সূর্যের পানে ডানা ঝাপটে উড়ে যায় সাদা বালিহাঁস
অভিমানের পালক ভেসে যায় ভাটির টানে
সাগর-নদীর সঙ্গমস্থলে
ঘোলা চোখে নদীর দু-পাড়ে বসে অস্পষ্ট সূর্যাস্ত দেখে প্রেমিক প্রেমিকা
ভালোবাসা কাঁদে অভিমানের সিন্দুকে
সাগরে ফোঁটায় ফোঁটায় নোনাজল বাড়ে;
শিকারি গাংচিল ছোঁ মেরে মাছ তুলে নেয় ঠোঁটের ডগায়
পালক থেকে লবণ জল ঝেড়ে ফেলে ডানা মেলে আকাশে,
প্রেম কিংবা নির্বোধ অভিমানে তার কি আসে যায়?
গৃহস্থের উঠানের ছড়ানো ধান, ধানশালিকে খুঁটে খায়।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
বলেছেন: সুন্দর+++
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
বাউল আলমগী সরকার বলেছেন: হু দাদা খুবি সুন্দর কবিতা