![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ আর অসুখ
- যাযাবর জীবন
সুখের কিছু না কিছু অসুখ লেগেই থাকে
কিছু কিছু মানুষের মনে,
তার মধ্যে তুই একজন
বানানো অসুখে পড়ে থাকিস দিবারাত্রি
মনের ঘরের কোণে;
ভালোবাসায় কিছু না কিছু খাঁদ থেকেই যায়
কিছু কিছু মানুষের মনে,
তার মধ্যে আমি একজন
ভালোবাসা, মোহ আর মমতার মাঝে
এক চাঁদ ফারাক আমার প্রেমে।
তুই আমায় ভালোবাসিস
সেটা তোর অসুখ
আমি তোকে স্নেহ করি
সেটা আমার সুখ।
জীবনের দৃষ্টিভঙ্গি এক একজনের এক একরকম
জীবনে অর্জন কারো বেশী কারো বা কম।
©somewhere in net ltd.