![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতার্ত রাত
- যাযাবর জীবন
রাস্তায় কিছু কুকুর ডাকছে
রাস্তায় কিছু বেড়াল কাঁদছে
রাস্তায় কিছু মানুষ কাঁপছে
মাঘের শীত দাঁত বসিয়েছে;
রাস্তার কুকুর রাস্তায় থাকে
রাস্তার বেড়াল পথের ধারে
রাস্তার মানুষ পলিথিন মাথায়
বেশী ঠান্ডা লাগলে
এরা সবাই আগুন তাপায়
আর নয়তো কিছু জমে মরে যায়,
কুকুর
বেড়াল
আর মানুষগুলো;
শীতবুড়ি আসবেই ঠান্ডা বয়ে নিয়ে মাথায়
রাস্তার কুকুর
বেড়াল
আর মানুষগুলোর মধ্যে পার্থক্য কোথায়?
গরম কাপরে আপাদমস্তক ঢেকে
মাফলারে মাথা মুড়ে
রাতের রাস্তায় হেঁটে যেতে যেতে
নিজেকে কেমন জানি কুকুর কুকুর লাগে;
তোমাদেরই বলছি,
হ্যাঁ ভদ্র মনুষ্য সমাজ
ঘেউ ঘেউ না করে তোমাদের ভাষায়
আমি তোমাদেরই বলছি,
যদি তোমাদের বিবেক জাগে।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭
সাকিলা আক্তার বলেছেন: ভালো লেখেন ++
১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০
সাইফুদ্দিন আযাদ বলেছেন: যার যত সামর্থ আছে তা নিয়ে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের প্রতি এগিয়ে আসার এখনি সময়........
১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
নির্বাসন এ একা বলেছেন: জী ভাই
এখনি সময়
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২
উদাস কিশোর বলেছেন: চমত্কার লিখেছেন । আমাদের সবার বিবেক - কে কম্বলের নিচ থেকে বের করতে হবে . . . .