নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

শব্দ নিয়ে খেলা

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

শব্দ নিয়ে খেলা
- যাযাবর জীবন

শব্দ নিয়ে খেলতে খেলতে
কখন জানি মনের অজান্তে
মন নিয়ে খেলা শুরু করেছিলাম;
এখন কবিতা পুড়ছি দহনে।

রোদ-মগ্ন পাখির ঠোঁটে সূর্য পোড়ে,
পুড়ে যাক রোদ
পাখির কি এসে যায়?
ধ্যানমগ্ন বক ঘিরে মাছ ঘোরে,
ঘোরে ঝিনুক বুকে মুক্তোদানা
নির্লিপ্ত বকের কি এসে যায়?
প্রহরের সাথে সাথে রঙ বদলায় রোদ,
ছাতা থেকে কালো রঙ চুইয়ে
মনকালো করেছে আমায়।

রোদ পুড়ে যাক পাখির ডানায়
বৃষ্টি নামুক কদম বনে
জ্যোৎস্না পুড়ুক জোনাক আলোয়
দহনে ভালোবাসা সব জ্বলে যাক মনে;
তোর চিবুক ছুঁয়ে নেমেছে ভোরের রোদ
আজ তুই পূর্ণ নারী সকলের কামনার
অন্ধকারে পুড়ে পুড়ে আমি কালো হয়েছি
রাত্রির সাথে সখ্যতা আমার।

এখন শুধুই অন্ধকার মনে
অন্ধকার নিয়ে
অন্ধকার ঘিরে
কিছু অন্ধকারের গান,
আর কিছু অন্ধ শব্দ দিয়ে
খেলার চেষ্টা ঘন অন্ধকারে;
তোর কথা যে ভুলতে হবে
অবশ্যই আমারে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

এমএম মিন্টু বলেছেন: বুঝতে পারছি অন্ধকার নিয়ে খেলাধুলা করতে হবে ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

এমএম মিন্টু বলেছেন: সরি শব্দের জায়গায় অন্ধকার হয়েগেছে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

অনেক শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.