নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

ডাস্টবিন

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

ডাস্টবিন
- যাযাবর জীবন

ওহে,
দাঁড়াও না একটু
এখনই চললে কোথায়?
ব্যবহার কি শেষ হয়েছে এবারকার মত?
আরে, আরে!
ব্যবহার কি শেষ হয় একবারে?
আবার তো আসতেই হবে তোমাদের
নানা নিমিত্তে ব্যবহারে!
বারে বারে, বারে বারে।

খেলার পুতুল ভেবে খেলতে আসে রাজনীতিবিদরা
ভোট ব্যবসায়ীরা আসে ঝুলি ভরতে কিংবা ফেলতে
স্বার্থান্বেষীরা স্বার্থ উদ্ধারে
লোভী কিছু মানুষ লোভের পিক ফেলে;
কোন একটা তো জায়গা লাগবে!
ময়লা ফেলার কিংবা ঘেঁটে কুড়ানোর।
যখন কোন কিছুই না লাগে
তখন এক চিপটি পানের পিক
আর না হয় দুটো গালি হলেও ফেলে যাও তোমরা;
আমি আম জনতা!
আমিই তোমাদের ডাস্টবিন।
পার্থক্য আছে কি কোথাও?
নিমিত্তে ব্যবহারে
আম জনতাকে
কিংবা ডাস্টবিন
আর না হয় আমা'রে?

ওহে!
দাঁড়াও একটু;
এক চিপটি পিক ফেলে যাও।
আবার না হয় রঙ করে দিও নতুন করে
ভোটের আগে
স্বার্থ উদ্ধারের কালে
যখন যার যেভাবে
কাজে লাগে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

নীল আতঙ্ক বলেছেন: রাজনীতি।
বিষয় টা আর নিতে পারি না।
লেখা ভালো লেগেছে।
+++

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

নিলু বলেছেন: লিখে যান

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

ভবঘুরেআমি বলেছেন: ভালো লেগেছে continue it :)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.