![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা, কালো, বাদামী
- যাযাবর জীবন
কত রঙের চামড়ায় মোড়া
কত রঙের মানুষ
সাদা, কালো কিংবা বাদামী,
সবাই ওপরওয়ালার সৃষ্টি;
জন্মের সময় প্রত্যেকের মনের রং সাদা
দেখনি কি তোমরা?
বন্ধ কেন তোমাদের অন্তর্দৃষ্টি ?
সময়ের সাথে সাথে লোভের আগুনে
কম আর বেশী পোড়াই মনটা’কে
কিছু লোভ, রিপু’ র কিছু দোষ
আছেই আমাদের মনে
বেশীরভাগ মানুষের মনের রং তাই বাদামী;
যারা পোড়ে রিপুর গনগণে আগুনে
মনটা পুড়ে তাদের
কাঠকয়লার কালো,
খুব হাতেগোনা কিছু মানুষ রিপুজয়ী এ-ভুবনে
মন’টা ধবধবে সাদা তাদের
যেন মধ্য দুপুরের সূর্যের আলো।
ফরজগুলো আদায় হয়েছে কি?
নাকি দ্বীন’কে ভুলে,
দুনিয়াদারি’তে ভেসে চলেছি?
যেতেই হবে সে ভুবনে
আজ, কাল কিংবা পরশু;
মনে আছে কি?
নিজে নিজেই না হয়
একবার একটু ভেবে দেখি!
©somewhere in net ltd.