![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম ইদানীং
- যাযাবর জীবন
হরেক রকম নারী হরেক রকম দেহে
নারী'তে ডুবন্ত পুরুষ প্রেমে কিংবা মোহে
কাপড়ের ওপরে সকলে তারা রঙের ছটায় রঙিন
আদতে দেখতে প্রায় একই রকম কাপড় বিহীন;
প্রেমিকের চোখে প্রেমিকা শত রূপে রূপসী
সকল নারীই সুন্দরী, কম আর বেশী
আদতে নারী দেহ দেখতে সব একই
পার্থক্য স্বামী আর প্রেমিকের দৃষ্টিভঙ্গি;
কারো দেহ টানটান, কেও বা একটু স্থুলো
স্বামীর চোখে আটার বস্তা, প্রেমিকের চোখে তুলো
ওজনে কেও স্বল্প কেও বা একটু ভারী
নব্য প্রেমিকের স্পর্শ বড্ড আনাড়ি;
কেও হয়তো ফর্সা, কেও শ্যামলা কেও বা একটু কালো
স্বামীর চোখে অমাবস্যা, প্রেমিক দেখে জ্যোৎস্নালো
কেও স্বাস্থ্যের দিকে চিকন কেও গুরু নিতম্বিনী
স্বামীর মুখে নিমপাতা, প্রেমিকের মুখে চিনি;
তবুও প্রেম নিয়ে চারিদিকে মাতামাতি হুড়োহুড়ি
আদতে শরীরের দখল নিয়ে মারামারি কাড়াকাড়ি
এ যুগের প্রেমের পরিণতি বিছানায় গড়াগড়ি
কাপড়ের ওপরে প্রেমিকা খুললেই হয়ে যায় নারী;
নারীর মাঝে কেও হয়তো একটু লম্বা কেও বা বেটে
কি এসে যায়? প্রেম যখন জড়াজড়ি খাটে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২
আরণ্যক রাখাল বলেছেন: হা হা
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহ, প্রেম ইদানিং!