![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমিন
- যাযাবর জীবন
জমি খালি পড়ে থাকে কতকাল?
কেও না কেও কখনো না কখনো দখল নিয়েই নেয়
জানতে বা অজান্তে
আপোষে বা জবর দখলে
সে মাটির জমিনই হোক আর মনের জমিন;
মাটির বুক চিরে শস্য ফলানো তো আর সহজ নয়
শুকনো জমিনে ধারালো ফলার কর্কশ আঁচড়ে ক্ষত ধরে
তারপর কত সেবা শুশ্রূষা
বীজ পানি সার
তবেই না অঙ্কুরোদগম
শস্যদানায় ভরপুর জমি নিজের দিকে গর্বিত নয়নে চায়
কার জমি কে ভোগ করে তাতে জমির কি আসে যায়
কারো মনের জমিনে প্রেমের ফল্গুধারা বসন্তে বসন্তে ছায়
কারো মনে কাঠ ফাটা রৌদ্দুর ঘন বর্ষায়;
জমি খালি পড়ে থাকে কতকাল?
যন্ত্রণার কর্ষিত মনের জমিনে এখনো'তো শুধু "তুই"
মনের কপাট খুলে দিয়ে চাঁদনি রাতে তোকে ছুঁই
তারপর আবার অনাবাদী মনের হয়ে রই;
অমাবস্যা দেখতে হবে কতকাল?
©somewhere in net ltd.