![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলীক ভাবনা
- যাযাবর জীবন
ইদানীং লাশের রক্তে লাল আকাশে সূর্য উঠে ঘুম ভেঙ্গে
ভোরের খবরের কাগজে লাল কালিতে শব মিছিল
পেট্রল বোমা নাকি আজকাল বড্ড সহজলভ্য হয়ে গেছে
নাস্তার টেবিলে গিন্নির উনুনে পোড়া লাশের গন্ধ ভাসে;
দামাল ছেলের দল তখনো গভীর ঘুমে
ইদানীং স্কুল কলেজের বলিহারি রাজনীতির ডামাডোলে,
পড়ালেখা করে কি হবে?
দেশের কথা ভাবুক আম জনতা
আমি ভাবছি ছেলেকে নেতা বানাব
রাজনৈতিক নেতা;
সুযোগ বুঝে পাল্টি খাওয়াটা শিখিয়ে দিতে হবে
যাতে ঝোপ বুঝে মওকা-মত সঠিক কোপ'টা মারতে পারে
অতঃপর আখেরে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে পোলাও কোর্মার মিছিল
আমায় আর পায় কে?
আমজনতার বিবেক মরে গেছে সেই কবে
এখন অষ্টপ্রহর মিথ্যার মিছিল চলে যত্রতত্র।
©somewhere in net ltd.