![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলোয়াড়
- যাযাবর জীবন
দেয়ালে সাঁটা ক্যানভাসে ছবি দেখে অভ্যস্ত তোমাদের চোখ
আমি লাল ছড়িয়ে দেই মৃত্যুর ক্যানভাসে
তুলির বদলে না হয় ছুরি, চাকু কিংবা চাপাতি
আমি লালে ছবি আঁকি
তোমরা মিছেই রক্ত বল।
পালা পার্বণে ফানুশ দেখে অভ্যস্ত তোমাদের চোখ
আমি আগুন ছড়িয়ে দেই জীবনের ক্যানভাসে
উৎসবে না হয় হলোই পেট্রল ব্যবহার
আমি মৃত্যুর ছবি আঁকি
তোমরা মিছেই বোমাবাজ বল।
না হয় হলোই কিছু মার বুক খালি
ভাই হারা বোন কিংবা বিধবা কিছু নারী
না হয় এতিম হলোই কিছু সন্তান
আমি তো সন্ত্রাসের খেলা খেলি
তোমরা শুধু শুধু রাজনীতি বল।
আ.জ: এই যে নেতা,
আপনার সংসারের কেও যদি খেলার বলি হয়?
নেতা: ঐ শুয়োরের বাচ্চা কাঁচা খাইয়া ফালামু।
"ঢিল যত ওপরেই মারা হোক না কেন
একদিন ঠিক মাথায় এসে পরে।"
©somewhere in net ltd.