![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতিচিহ্ন
- যাযাবর জীবন
ভালোবাসায় যতিচিহ্ন বেমানান;
তবুও কখনো একটু রাগ, একটু অভিমান;
সাময়িক বিচ্ছেদের হালকা,
কিংবা ভারী যতিচিহ্ন;
আর কখনো বা ঘন মনমেঘের বিদ্যুৎ ঝলকে
মনের অজান্তেই দুটো মন পুড়ে ছারখার,
ভালোবাসার পথচলায়
না চাইতেও বড় একটা সমাপ্তির রেখা টানা হয়ে যায়।
যতিচিহ্ন টেনে দেয়া প্রেমের ওপারে
কেও দেখে নব প্রণয়ের হাতছানি
যেমন সে,
কেও পাড়ি দেয় লবণ সাগর
যেমন তুই,
খুব বোকারা দেখে জীবনের সমাপ্তি
যেমন আমি।
কে দিব্যি দিয়েছে? ভালোবাসতেই হবে
কিংবা ভালোবাসায় মরতেই হবে।
প্রেম আসার আগেই মনে যতিচিহ্ন বসানো গেলে
জীবনটা কতই না সহজ হত।
©somewhere in net ltd.