![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্তি
- যাযাবর জীবন
তৃপ্তি মেটে না কিছুতেই;
খাদ্যে টেবিলটা ভরে থাকে
রসালো নানা পদে
উপচানো বাটি ভরে
গুনে শেষ করা যায় না, তবু যেন তৃপ্তি মেটে না
কখনো ভাবনায় আসে না, পেটে কতটুকু যাবে?
বাকিটা কে খাবে?
আশেপাশের বাসাগুলোতে অভুক্ত কে ঘুমায়
গেটের পাশে পথশিশু বসে থাকে, থাকুক না আমার কি দায়?
ঐ তো ওখানে ক্ষুধা জঠরে বুড়োটা কাঁদে?
কাঁদুক না আমার কি আসে যায়?
বাহারি খাবার টেবিলে কখনো পদের কম হলে তখন না হয় ভেবে দেখব।
তৃপ্তি মেটে না কিছুতেই;
কাপড়ে আলমারিটা ভরে আছে
বিশটা না তিরিশ না গোটা চল্লিশ প্যান্ট, কি আসে যায়?
শার্ট! ঐ ইস্ত্রি করা কাপড়ের স্তূপে কে গোনে?
আট-দশ খান স্যুট না হয় গোনা যায় রেক এ সাজানো,
জুতোগুলো এখন আর জুতোর রেক এ রাখার জায়গা নেই
এক জোড়ার ওপর আরেক জোড়া
প্যান্ট আর শার্টের সাথে মেলানো জোড়া জোড়া
উপচানো রেক ভরা,
আছে, হরেক রকম কাপড় চোপড় আর জুতো বাহারি
সবই আছে অগুনতি ভুরিভুরি
তবুও নিত্য নতুন কিনতেই হয়, যখন তখন কেন আমারই?
খুব নিকট আত্মীয় স্বজনকে দেখি এক কাপড়ে দিনের পর দিন;
কেন? কখনো চিন্তাও করি না।
কখনো ভেবেছি কি, কটা কাপড়ে কাফন হবে?
তৃপ্তি মেটে না কিছুতেই;
জমি জমি জমি
বিঘার পর বিঘা জমি
পড়ে আছে এখানে সেখানে
কোনো দরকার নাই
তবুও চাই, চাই আরো চাই
প্রয়োজনে দখলদারি, মারামারি হানাহানি;
সাড়ে তিন হাত মাটি আবার কম পড়ে যাবে না তো সেদিন?
কখনো ভাবনায় এসেছে কি?
©somewhere in net ltd.