![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতি
- যাযাবর জীবন
শূন্যের একটু পরে, একের একটু আগে আমার বাস
আমি একের দিকে এগোতেই তুই চললি শূন্যের দিকে
বিপরীত পথ চলাতেই আমাদের পথ দুটি গেলো বেঁকে
তুই শূন্য হয়ে যাওয়াতেই হয়েছিল প্রেমের সর্বনাশ;
কেও কেও ছেঁড়া সুতোটা দেখতে পায়, যেমন তুই
আমার কাছে অদৃশ্য সুতোয় বাঁধা সম্পর্ক চিরকাল রয়ে যায়;
কেও কেও ভুল করে প্রেমে পরে
কেও প্রেমে ডুবে প্রেমে মরে,
আমার শূন্য আর একের মধ্যবর্তী জায়গাটা অনুভূতি শূন্য।
২| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রং করা পুতুল বলেছেন: অসাধারন !!
৩| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
ওয়্যারউলফ বলেছেন: বসবাসের জন্য দারুন একটা জায়গা খুঁজে নিয়েছেন। চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২
নতুন অভিনেতা বলেছেন: অনেক সুন্দর। একেবারে বাইনারী প্রেম । ইউনিক আইডিয়া । ধন্যবাদ ।