![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির যন্ত্র
- যাযাবর জীবন
মাটির ঢেলায় বড্ড সযতনে
ওপরওয়ালা পুতুল বানায় মাটি হতে,
ঐ ওপরে কোথাও বসে আপন মনে;
মাটির যন্ত্রে জীবন নামক চাবি দিয়ে
গড়িয়ে দেয় মাটির পৃথিবীতে;
তারপর ওপরে বসে
দম দেওয়া মাটির পুতুলের খেলা দেখে।
মাটির ঢেলা'কে আজকে না হয় শরীর বলে
মান অভিমান দুঃখ বেদনা
রাগ অনুরাগ ভালোবাসা ঘৃণা
কত অনুভূতির তরঙ্গই না খেলে
শরীর নামক এই মাটির যন্ত্রের ভেতর দিয়ে;
চাবির দম শেষ হলে
কাল'তো এ আবার শুধুই একদলা মাংস পিণ্ড হবে
মাটিতে পরে স্থবির শুয়ে রবে
তারপর মাটির পুতুল মাটিতে ঘরে যাবে,
তারপর?
মাটির ঢেলা সেই'তো আবার মাটিতে মিশে মাটি হবে।
এত অহংকার কেন হে, মাটির শরীরের ভেতরে?
৩১ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৯
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ সকাল ৭:৩৯
বাড্ডা ঢাকা বলেছেন: খুব সুন্দর ভাললাগল ।ফ