![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন ঘুম ভাঙবে
- যাযাবর জীবন
ছোট ছোট কিছু ইচ্ছের পূর্ণতা পাশাপাশি জীবনের কিছু অপূর্ণতা
কর্ম সম্পাদনের তৃপ্তি আর অতৃপ্ত কিছু অসমাপ্তি
কিছু চাওয়া অবাস্তব, প্রাপ্তি অসম্ভব
কেও মনকাড়া কেও অধরা
কেও ভালোবাসে কেও করে ঘৃণা
কখনো দিন কখনো রাত্রি
কারো আনন্দ কারো বেদনা
কারো খোঁজ শুধুই জাগতিক
কেও খোঁজে অমাবস্যায় অলৌকিক জ্যোৎস্না;
থাকুক না এ জীবনে কিছু অপূর্ণতা
তবেই না থাকবে বেঁচে থাকার স্পৃহা;
তারপর না হয় কাটাবো অসীম প্রতীক্ষার প্রহর
দিনরাত্রিহীন এক নির্জন ঘুমঘরে, ঘুমঘোরে;
তারও অনেক অনেক কাল পরে
মাটির ঘরগুলো জেগে উঠবে কোন একদিন বিস্তীর্ণ হাশরে;
তারপর আবার একদিন জেগে উঠবো ঘুম ভেঙে
আমি
তুমি
তুই
সে
আমরা
ও তাহারা সকলে.........
শেষ বিচার দিনে।
২| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৬
আমিনুর রহমান বলেছেন:
থাকুক না এ জীবনে কিছু অপূর্ণতা
তবেই না থাকবে বেঁচে থাকার স্পৃহা;
কবিতায় ভালো লাগা +