![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব কম কথা বলি। কিন্তু কিছু হাবিজাবি লেখার চেস্টা করি । রিয়েল লাইফে কম কথা বলি বলে বন্ধুরা নির্বাক বলে ডাকে। তাই ভারচুয়াল লাইফে এই নামটাই বেশিরভাগ ব্যাবহার করি।
হয়তো তোর খারাপ ব্যবহারে মনে কষ্ট পাবো তবে সেই কষ্ট পরে মিটিয়ে দেয়ার জন্য তোলে রাখবোনা।তোর সাথে ঝগড়া করার ১০০টি কারন থাকলেও ১টি কারন খোজে বের করবো ঝগড়া না করার জন্য।কেনো জানিনা অল্প দিনের পরিচয়ে অনেক আপন ভেবে ফেলেছি তোকে।
হয়তো কোনোদিনও বোঝাতে পারিনি তোকে।আর বোঝাতেও চাইনা।যখন তুই নিজে তা উপলব্ধি করবি তখন নিজের কাছেই কৃতকর্মের জন্য অনুতাপ করবি হয়তো।
সেটাই হবে আমার পাওনা
©somewhere in net ltd.