নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব চৌধুরী

আমি খুব ভালো ছেলে

নিরব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি নতুন

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

আমি খুব নতুন এই জাগায়। মানুষের চলার পথে কত ভুল থকে, তাই আমার চলার পথে আমার কোন ধরনের ভুল হলে আমাকে ধরীয়ে দিলে আমি নিজেকে সূদ্রানোর চেষ্টা ।

পূ নং ১

পাচ সদ্যসের পরিবারে বাবা দেশের বাহিরে থাকেন। মা ঘরের কাজ করেন। আমি আর আমার ছোট ভাই লেখা পড়া করি। আর দাদীর কোন কাজ না থাকলেও আমাদের দেখা শুনা করা। আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করি ঢাকনাইল দক্ষীণ সরকারী প্রাথমীক বিদ্যালয়। আর মাধ্যমীক পড়ি তিন স্কল থেকে ১ম স্কল হল আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে ক্লাস সিক্স থেকে সেভেন। ২য় স্কল হল গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কল এন্ড কলেজে সেভেন থেকে এইট। এবং ৩য় স্কল হল কুড়ার বাজার দি-পাক্ষীক উচ্চ বিদ্যালয়ে নাইন থেকে টেন এবং ২০১০সালে এস.এস.সি পাস করি।আমি খুব চঞ্চল সভাবের ছেলে। সারা দিন দুষ্টামি করা আমাই কাজ।দুষ্টামি আর দুষ্টামি লেখা পড়ায় কোন মন নাই। একদিন স্কলে গেলে তিন দিন নাই। সবার কাছে আমি দুষ্টু ছেলে হিসাবে পরিচিত। খেলার মাঠে গেলে জগড়া, রাস্তা বেরহলে জগড়া, স্কলে গেলে জগড়া। আসলে আমার জীবনে ভালবাসা অনেক ছোট থাকতে আসে।

আমি যখন থেকে ভালবাসা বোঝতে পেরেছি সে দিন থেকে আমি একজন ভালবেসেছি।ভালবাসা বলতে ভাল লাগতো তাকে দেখতে মন চাইতো। তাই তাকে দেখতে চলে যেতাম তাদের বাড়ীতে।এই রকম ভাবে কেটে গেল অষ্টম শ্রেনী পর্যন্ত।আমি যখন অষ্টম শ্রেনীতে পড়ি তখন সে পড়ে ক্লাস ছষ্ট শ্রেনীতে।আমাদের বিদ্যালয় এক না সে এক বিদ্যালয়ে আর আমি অন্য বিদ্যালয়। তার বিদ্যালয়ের আগে আমার বিদ্যালয় । তাই আমাদের বিদ্যালয়ে কোন দেখা হতোনা।যা দেখা বাড়ীতে হতো আমি যেতাম তার বাড়িতে সে ও আসতো। তার বাড়ী আর আমার বাড়ীর মধ্যখানে পুকুর।তাই আমাদের পুকুরেও দেখা হতো।আমি যে তাকে ভাল বাসি এইটা সে জানেনা।আমি কিন্তু ফিদা। প্রতিদিন দেখা হতো কথা হতো কিন্তু আমি যে তাকে ভালবাসি সেটা বলা হয়না। অষ্টম শ্রেণীর মাঝা মাঝি সময় সে এক দিন আমাদের বাড়ীতে একা আসে আমার চাচাতো ভাইর ঘরে টেলিভিশন দেখতেছি হঠাৎ সবাই চলে গেলো আমি আর সে রইলাম, আমি তাকে বললাম আমি তোমাকে ভালবাসি। সে কোন কথা না বলে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে তাকলাম। বুকের মধ্যে কেমন যেন করতেছে। ভয় লাগতেছে সে যদি কউকে বলে বা মার কাছে বিচার দেয়। কিন্তু সে কউ কে বলে ও নাই বিচার দেয়ও নাই,। সে তার বাড়ীতে চলে গেল। আমার চিন্তায় কোণ কিছু ভাল লাগেরনা শুধু রাতে ঘুম হয়নাই। আমি একদম অস্তির, খেতে বসলে খেতে পারিনা। পড়তে বসলে পড়তে পারিনা। কি করব ভাবতে পারতেছে না। তার সাথে দুই দিন ধরে দেখা হয়নাই।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.