নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

এই স্বর্ণগর্ভা মায়ের আমি প্রেমিক ছিলাম

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

= শাফিক আফতাব -------------

জেসিকা, তোমার এখন চন্দ্রবিলাসীদিন,

আমার কিন্তু শ্রাবণের হৃদয়বিদারী কান্নাই সমীচিন ;

তোমার ঈষদুষ্ণ কামরা ,

আমার মলিন ময়লা চামড়া ;

তুমি থাইগ্লাসের ফাঁক দিয়ে দেখো মেঘের কোল,

আমার কিন্তু মোলা মাছের ঝোল ;

জানি, তুমি ভালো আছো পান্থপথের আলিশান ফ্ল্যাটে,

আমার কিন্তু পা ভেঙেছে ঘাটে ;



তবু তুমি ভালো থাকো :

এই প্রিয় দেশের জন্য দাও কতিপয় তাজা সৈনিক ;





আমার তো সাধ্য নেই,

তুমি যাবার পর আসেনি আর কেউ ;

মিছে কুসন্তান জন্মা দিয়ে কেনো বাড়াবো দেশের বোঝা,

এমনিতেই লোকের ভাড়ে নুজ্বমান দেশ

নিজেরই নেই কর্ম,

তাই তো চিরকুমারের পদবী নিয়ে ভালো আছি, এই শহরে ;

যদি পারো দিও কয়েকটি সূর্যসৈনিক,

যাঁরা দেশটাকে বাঁচাবে আমাদের,



তুমি এলে হয়তো ভালো হত,

না এসেই বরং ভালো হয়েছে বুঝি ;

শুকনো শুক্রিটে আর কত মেধাবী সন্তান জন্মতে তুমি,

এখন বছরান্তে সজিব প্রজননে জন্ম দাও মেধাবী সন্তান ;

আর্তমানবতায় সেবায় নিয়োজিত হোক

দেশ ও দশের জন্য হোক নিবেদিত প্রাণ।



আর তুমি হও স্বর্ণগভা মা,

একদিন যাতে বুক ফুলে মাথা উঁচু করে বলতে পারি

এই স্বর্ণগর্ভা মায়ের আমি প্রেমিক ছিলাম।

০৩.০৩.২০১৩





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শূন্য পথিক বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.