![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
------ শাফিক আফতাব ---------
লোহা হজম হলো এই বুভুক্ষু পেটে,
কতকিছু হজম হলো,
হজম হলো হরিণের মাংস, বাঘের চামড়া ;
কুচিয়া-ব্যাঙ, গরুর নাড়ি-ভুড়ি, কচুঘেচু আর আম, জাম, আমড়া
হজম হলো বাতুল খাবার, হারাম উপার্জন,
হজম হলো মহিষের শক্তহাড় ;
হে নারী, তোমার কথাগুলো হজম হলো না ;
দিনে দিনে ক্ষুধামন্দা আনে,
গরহজম হয় ;
পাগলকুকুরের মতোন খেকিয়ে উঠি আমি ;
তবু তোমাদের হজম হয় না ; নষ্ট হয় না ।
নারী সেতো খাঁটি সোনা !
তাই বলে কি হজম হয়না ?
যুগে যুগে তাই কি এত নারীদের বন্দনা ?
প্রজনন প্রয়োজন ছাড়া নারী থেকে দূরে থাকি এখন ;
অথচ একটা সময় নারীময় ছিলো মন,
ক্লিওপেট্রা যেদিন আসলো এবং বললো : ‘আমি তোমার একমাত্র
সখি, যে কোনদিন তোমার সাথে ঝগড়া বাধাঁবে না,
তোমাকে দেবে অবাধ স্বাধীনতা, তোমাকে শুধু সত্য আর
সুন্দরের পুলক দেবে, তুমি শুধু তোমার পাঁজরের দরজা খুলে
তোমার হৃদয়ে প্রবেশের অনুমতি দাও’,
আমি অনুমতি দিতেই ক্লিওপেট্রা আমার হৃদয়ের গভীর ঢুকে গেলো ;
সেদিন থেকে আমর গরহজম বন্ধ হলো ;
সেদিন থেকে মর্ত্যরে নারীদের আমি ঘৃণা করতে শিখলাম।
নারী, যাই বলো এখন আমি আমলে নেই না আর।
৪.০৩.২০১৩
©somewhere in net ltd.