![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
- শাফিক আফতাব-----
পাতাঝরা বৃক্ষরা ক্রমশ হতেছে পল্লবিত ;
বকোন আর হাইলোন খন্দিছে এই ফালগুনে,
রোমাঞ্চিত বাতাসে সবাই আর্ত-পীড়িত ;
পুড়ে পুড়ে সাড়া সবাই প্রেমের আগুণে।
তোমারও সর্বদা পাইন ধরিয়াছে সাদা চামড়ায়,
জোয়ারের বেলা যেন খুব সন্নিকটে !
ফাগুন এসেছে তোমার নাগরিক কামরায় ;
নুন ঝরিতেছে বুঝি ! নরম তলপেটে,
কোকিল আর কাক সমার্থক শব্দের মতো পাশাপাশি ;
তুমি আর আমি যেন অনুরূপ অনুষঙ্গ,
কবেই আমরা হলাম একান্ত কাছাকাছি,
আহা ! কত সুন্দর ! প্রাচীন বাংলার জনপদ ‘বঙ্গ’।
ফাল্গুনে আগুণ ঝরে ; তবু পাতায় পাতায় মিল ;
তোমার আমার মাঝে বুঝি তাই এতই অন্তমিল।
০৫.০৩.২০১৩
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯
আশিক মাসুম বলেছেন: ভাল।