![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
জেসিকা তুমি এমন এক চৈত্রে খুলে ফেলেছিলে ঢাকনা, বেআব্র“ তুমি ফুটফুটে শিশুর মতোন ফুটছিলে, তোমার সুঠাম দেহে প্রতিটি প্রত্যেঙ্গ নান্দনিক বিন্যাসে বিকেলের হেলে পড়া রোদে ঝকঝক করছিলো , তোমাকে স্পর্শে বৃক্ষের পাতায় পাতায় কেমন এক সার্বজনীন ধ্বনি স্বনিত হলো, বর্ষার দুতীর ঘেষা প্লাবনে যখন তোমার ঠোঁটে ফুটলো কামনার মেঘ, তখন তোমার গভীরে গিয়ে দেখি অতিথিকে বরণ কবার সকল আয়োজন সম্পন্ন। অনায়াসে তুমি উপবিষ্ট করলে তোমার রঙিন মঞ্চে, তোমার কোমল নরম ডায়াসে দাঁিড়য়ে আমি সাবলিল আর প্রাঞ্জল ভাষায় নৃত্যে গানে অভিনয়ে তোমাকে মুখর করে তুললাম।
সেই চৈত্রে দুপুর গড়িয়ে বিকেল হেলে পড়েছিলো অস্তাচলে, অথচ আমাদের প্রথম আলিঙ্গনে সেদিন বিকেল থেমেছিলো, মানুষ বলে নগ্নতা, আমি বলি, শিল্পকলার অন্যতম অনুপম অনুষঙ্গ তুমি, এমন বেআব্র“ তোমাকে মনে হয় শিল্পের আধার, প্রতিদিনের অভিধান আমার, তুমি ভূমি ; যেখানে ফেলাই আমি আবহমান ধান।
২৫.০৩.২০১৩
©somewhere in net ltd.