নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

মৃত আত্মাদের এক সভায়, হলরুমে

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

শাফিক আফতাব--------



একজন মানবীর সাথে মন্ত্র আর সামাজিক চুক্তিতে জ্যোৎস্নাপ্লাবিত রাতে সহবাস হলো, দেড়মাস পর শুনলাম ; ভেতরে প্রাণের স্পন্দন। আর অমনি সদর হাসপাতালের পাঁিচল টপকে একটি ফুলশিশু আমার কোলে এসে বসলো। আমি আকাশের দিকে তাকালাম, দেখি : দীর্ঘ এক পথ, পিচঢালা ; শিশুটি বললো বাবা, এই পথে এসেছি আমি, ওখানে আরও অনেক শিশু ফুলের মতো ফুটে আছে। ওরা পৃথিবীতে আসার জন্য কী যে অস্থির ! বলে : পৃথিবীতে এখন দুঃসময়, আমরা গিয়ে সব বিরোধ আর দ্বন্দ্ব মিটাবো। জাতীয়সংঘ ঢেলে সাজাবো। পৃথিবীতে এখন যে গণতন্ত্রের নামে পাটটাইম রাজতন্ত্র চলছে তা তারা ররদাজ করবেনা। এই যে আমি আসলাম, আমাকে তুমি নামী দামী স্কুলে পাঠাবে কিন্তু। আমিও নতুন এক শ্লোগাণ নিয়ে এসেছি, তোমার ঘরে আসার উদ্দেশ্যই হলো দারিদ্র আর দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়াবো আমি, জাতি-ধর্ম-বর্ণ-নিবিশেষে কোনো ভেদ থাকবেনা আমার ইসতেহারে। আমি দেশ থেকে অবৈধ স্থাপনার মতো ঘুষ আর স্বজনপ্রীতি উচ্ছেদ করবো।



আমার প্রিয়তমাকে নিয়ে বিকেলের হেলে পড়া রোদে রিক্সায় চেপে ঘুরলাম প্রেমবেলাকার স্থাপনাগুলো, তার দেহে থেকে বেরিয়ে আসছিলো শিশুর তুলতুলে গায়ের গন্ধ। আমাকে বাবা বাবা লাগলো, মনে হলো এর চেয়ে মধু অনুভূতি পৃথিবীতে আর কীইবা থাকতে পারে !!



প্রিয়তমাকে রাত্রি জেগে জেগে বাগানের মালির মতো পরিচর্যায় করা হলো। শোনানো হলো বিখ্যাত ব্যক্তির জীবনী, পবিত্র কোরান হাদিসের বাণী, ফলমুল আর উপাদেয় ভোজ্য আর পুষ্টিমান খাবারে বেশ যতœ করা হলো তাকে। কেনোনো তার ভেতরে যিনি এসি রুমে বাস করছেন, তিনি দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়াবেন। অন্তবর্তীকালীন তার বেশ সেবার দরকার।



আমি মরে ভূত হয়েছি, আজ আমাদের মৃত আত্মাদের এক সভায় হলরুমে নালিশ গেলো ; আমার সেই দেশপ্রেমিক ছেলেটি হলমার্ক কেলেঙ্কারীতে পড়েছে। কুসন্তান জন্মাবার দায়ে আমাকে সেই বিশাল অডিটরিয়ামে দশটি বেত্রাঘাত করা হলো। আমি ভাবলাম, আমার সন্তানের বিরুদ্ধে এত বড় অভিয়োগ হতে পারেনা। সে তো অঙ্গীকার করেই পৃথিবীতে এসেছে।

শিশিতে ঠিক প্রজনন পড়েছিলো তো ? না বোতলে পরকীয়া প্রজনন ঢেলেছিলো কেউ। কেনোনা আমার সন্তান তো এমন হতে পারেনা। না, আসলেই দুষিত ছিলো আমারই প্রজনন।

২৮.০৩.২০১৩







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.