![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমরা এতদিন জানতাম সাধারণত মেয়েরা লম্বা হতে হিল পড়ে। বা স্বাস্থ্য মোটা বানাতে ঢোলা পোশাক পড়ে। আমি সাম্প্রতিক সময়ে দেখলাম বিশ্ববিদ্যালয় পড়া ক্ষুদে জ্ঞানের ভাণ ধরা এক যুবক তার প্রেমিকার কাছে নিজকে উপস্থাপিত করতে নিজে হিল পড়ছেন। বেশি খেয়ে পেট মোটা বানাচ্ছেন। একদিন বাংলা বাজারে যেতে দেখি তারা দুজন ওজন মাপছেন। ওজনে প্রেমিক ছেলেটি ১০ কেজি কম। সে চিন্তার পড়ে গেলো। এবং প্রেমিকাকে বলল, তুমি সকাল ব্যায়াম করবে। ডায়েট কন্ট্রোল করবে। এদিকে আমি বেশি বেশি খেয়ে মোটা হচ্ছি। শেষ পর্যন্ত দেখা গেলো প্রেমিকার ওজন আরো বেড়ে গেলো। ক্ষুদে মেধাবী এবার চিন্তায় পড়ে গেলো মোটা অংকের যৌতুক না নিয়ে তার উপায় নেই। ওদিকে সে নিজের বাবার পরিচয়টা ভুল দিয়েছিলো। সে ছিলো বাঙলাদেশ সরকারের সর্বশেষ গ্রেটের চাকুরে। প্রেমিকাকে বলেছিলো প্রথম শ্রেণির কর্মকর্তা। পরে জানা গেলো প্রেমিকের বাবা সেই আমলে আট শ্রেনি পাশ করেছেন। সর্বশেষ সংবাদে জানা গেলো প্রেমিকের ০২ কেজি ওজন বেড়েছে। তবে প্রেমিকার চেয়ে ওজনের পার্থক্য ১৫ কেজি এখন। হাল নিট ওজনে।
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২১
বাক স্বাধীনতা বলেছেন: কৌতুকের নামে ফাজলামী করছেন?
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: কিচ্ছুতো বুঝিইনাই, হাসব ক্যামনে?
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৫
বিডি আমিনুর বলেছেন: কবিতা ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সরি ... হাসতে পারলাম না।