![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব...............
গভীর রাত। নিয়ম বাতিরা জ্বলছে। বৃদ্ধ বলদের মতোন যাচ্ছে মালবাহি ট্রাক।
পুলিশের টহল গাড়ীগুলো প্রদক্ষিণ করছে নিঝুম ফাঁকা রাজপথ
গাঁজা আর মদের আসর গুলো হতেছে ক্রমশ গরম, স্খলন, পশলা বৃষ্টিপাত
লিকে লিকে তেলের ভুরিময় সাহেব খুলছে কিশোরীর গায়ের ফ্রক।
কেউ অবশ্য আইনসিদ্ধ সনদের ক্ষমতায় পিষছে রমণীর নরম দেহ
ভুল্লুত করে জ্বলছে বাথরুমের কমপাওয়ারের হালকা আলোর বাতি
কবিতা আর ছন্দ আর অলংকারের বাক্য সাজাতে ব্যাতিব্যস্ত কেহ
হাসপাতালে যাচ্ছে কারো অসহ্য যন্ত্রণায় দীঘল অন্ধকারময় রাতি।
কেউ আবার স্বকীয় বিছানা পরকীয়া করে পরকীয়া শয্যার চালায় লাঙল
সেই সুযোগে তার ভূমি চষে ভিনদেশের চতুর রাখাল বালক।
সে যখন খুঁজতে ব্যস্ত পাতালের তল, স্বর্গীয় ফল মুখে তুলে উৎফুল্ল উতল
ইত্যবসরে লাঙলের মুঠি ধরে মেলে বালক মেলে কঠিন পালক।
এভাবে রাত নিঝুমে কত রঙবেঙয়ের ফুল ফোটে, পাখি গায় এই শহরের ভেতর
ফুলে ফুলে উড়ে বেড়ায় আহা, দিনের লাজুক অথচ রাতে রঙিন মধুকর।
০৮.০৭.২০১৩
©somewhere in net ltd.