![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
নগ্ন হতে এত ভালো লাগে কেনো তোমার কাছে।
তোমার বুকে নগ্নতায় ফোটে যুগল গোলাপ__
তখন পৃথিবীর এক আদিমতম ভাষায় এক মধুর প্রলাপ।
__বর্নহীন, অক্ষরহীন এক সাবলীল আর প্রাঞ্জল ভাষায় ভাব-বিনিময়।
প্রথম প্রথম নগ্ন হলে লজ্জা হতো,
কতদিন তাই আধারেঁই চলেছে বস্ত্রখোলা
এখন কিন্তু দিনদুপুরে আলোর ভিতর মেলিয়ে ধরি প্রেমের ডালা।
নগ্নতা আমাদের আর লজ্জায় বিভোর করতে পারেনা।
আমরা এখন নগ্নসুন্দর শিশুর মতোন খেলি খুটিমসলা
এখন তাই দিনদুপুরেই বস্ত্রখোলা।
ন্গ্নতা, তুমি এখন এতো সুন্দর কেনো ? !!!
২৩.০৯.২০১৩
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: এই নগ্ন কবিতার আগে আমি বেশকিছু কবিতা লিখেছিলাম__কয়েকমাসে। সেগুলো আপনার চোখ এড়িয়ে গেছে। আর বহুদিন পর এই নগ্ন কবিতাটি যখন লিখলাম__তা আপনার চোখ এড়ালো না। তবু ধন্যবাদ আপনাকে।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
মাক্স বলেছেন: কবিতার আবার ল্যংটা কি আবৃতই কি কবিতাতো কবিতাই
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
মাক্স বলেছেন: বাহ!