![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি শাফিক আফতাব বলছি। ছোট বেলা থেকে অর্থাৎ সাত শ্রেণি থেকে কবিতা লিখতাম। কবিতা লেখাটা একটা গর্হিত কাজ এটা ছোট বেলা থেকেই জেনে এসেছি। ১০/১১ টি বই আসার পর উপন্যাস নিয়ে গবেষণা শুরু করি। এবং গবেষণা শেষে কবিতা লিখবোনা বলে শপথ করি। কিন্তু গবেষণাকালীন অত্যধিক অধ্যয়নে আমার চেতনায় যে ভাইরাস জমে ওঠে সে গুলো উৎগীরণ হতে থাকে কবিতায়। আমি তারামন বিবিকে নিয়ে এক মুক্তিযুদ্ধের উপন্যাস লিখবো বলে প্লটবিন্যাসও ঠিক করি। কিন্তু কবিত_ভাইরাস আমাকে এমন করে চেপে ধরে যে তা থেকে পরিত্রান পাইনি। আমি দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি যে কবি পরিচয় আমি কোথাও দেইনা। অনেক ব্লগার আমাকে দিনে একটি করে কবিতা পোস্ট করার পরামর্শ দিয়েছিলেন, আমি তা অবশ্য কিছু দিন মানতে পেরেছি। পরে আর পারিনি। হিরোইন খাওয়া নেশাখোরের মতোন আমি কথা রাখতে পারিনি। এবার যাই হোক কবিতা লেখাটা বন্ধ করতে হবে। তবে একটি দাবী থাকলো ব্লগারদের মধ্যে যদি কবি সম্মাননা দেয়া হয় কোনদিন তবে আমার কবিতাগুলো বিবেচনা করার জন্য অনুরোধ থাকলো
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: না ভাই অনেক ব্লগার ভাই আমার লেখায় বিরক্ত। তাই ভাবছি.। কবিতাটা হয়তো আর লিখবোনা প্রবন্ধ লিখবো।
২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যে বা যারা বিরক্ত তাদের সাথে কথায় গেলে কি হবে?
আপনি আপনার কবিতা তাদের সাথে মিলাবেন।
দেখবেন তৃপ্তি পাচ্ছেন।
লিখতে থাকুন।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২
অনুপম অনুষঙ্গ বলেছেন: ঠিক বলেছেন। শুনন, অনেক সময় দেখি সারা সপ্তাহে এক ডজন ভালো কবিতা লিখলাম,
পাঠের নাম নাই। একটু খারাপ শিরোনাম দিলেই পড়তে পড়তে সয়লাম। সমালোচনার ঝড়
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার মতে ঠিকই আছে! হিট দরকার আছে, কবিতা ছেড়ে হিটের বাজারে নেমে যাওয়া মন্দ কিছু না। উপন্যাস লিখুন।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১
অনুপম অনুষঙ্গ বলেছেন: হ্যাঁ তাই করবো
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪
তিক্তভাষী বলেছেন: যতদূর বুঝেছি কবিতা সমস্যা নয়, সমস্যা একইদিনে আপনার পোস্টের আধিক্য। সহজ সমাধান; সারাদিনে যতগুলো কবিতাই লিখুন না কেন ঘুমুতে যাবার আগে সবগুলো কবিতা একটিমাত্র পোস্টের মধ্যে দিয়ে দিন- "আমার আজকের কবিতাসমূহ" শিরোনামে। ব্যস! হয়ে গেলো।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১
অনুপম অনুষঙ্গ বলেছেন: উত্তম প্রস্তাব। ধন্যবাদ
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫
এহসান সাবির বলেছেন: তিক্তভাষী বলেছেন: যতদূর বুঝেছি কবিতা সমস্যা নয়, সমস্যা একইদিনে আপনার পোস্টের আধিক্য। সহজ সমাধান; সারাদিনে যতগুলো কবিতাই লিখুন না কেন ঘুমুতে যাবার আগে সবগুলো কবিতা একটিমাত্র পোস্টের মধ্যে দিয়ে দিন- "আমার আজকের কবিতাসমূহ" শিরোনামে। ব্যস! হয়ে গেলো।
আর ভাই কবিতা লেখা ছাড়বেন না... অনিরোধ রইলো।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ঠিক আছে এহসান ছাড়বোনা
৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬
এহসান সাবির বলেছেন: * অনুরোধ
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: অনুরোধ নয় নিদের্শনা। শুভ কামনা রইলো
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: কবিতা চলুক এবং আপনি আপনার ভুল বুঝতে পারেন, সেটাই চাই।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
অনুপম অনুষঙ্গ বলেছেন: সুমন কর : কবিতা লেখার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছি। ব্লগেও হলাম। পরিবারে, স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই ভালোর চেয়ে আমাকে খারাপই জেনেছে।সেই সব দুঃখ নিয়ে বেঁচে আছি। তবে আমি বহুবার তওবা করে পারিনি। কী যে করবো। জানিনা। তবু কথা দিচ্ছি, আমি একদিন কবিতা থেকে সরে পড়বো। হয়তো কবিতা শরীরটাও ছুয়েঁও দেখবো না। আপনাকে ধন্যবাদ জানাই, আমার ভুলটা ধরিয়ে দেবার জন্য।
৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আফতাব ভাই,
এর আগে আপনার পোস্টে একটা কমেন্ট করেছিলাম, কী কারণে সেটা পাবলিশ হয় নি। আবার লিখতে বসলাম এবং এ পোস্টটা উত্তম জায়গা মনে হলো।
প্রথমেই আপনার কবিতার ব্যাপারে বলি। আপনার কবিতা খুব সাবলীল এবং পরিণত। সুতরাং এ প্লাস পয়েন্ট টাকে আপনার কাজে লাগানো উচিত। প্রোফাইলে আপনার অনেকগুলো প্রকাশিত বইয়ের নাম দেখা যাচ্ছে, তার মানে অলরেডি আপনার মুখ প্রকাশভুবনে ছড়িয়ে গেছে। আপনার মতো ব্লগে আরো অনেকে আছেন যাঁদের এরকম ১০-১২টি বা আরও অধিক সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো, এত বই বের হবার পরও ব্লগে পড়ে থাকা কোন্ দুঃখে?
ব্লগ একটা মজার জায়গা। এখানে আপনার পরিচিতি বাড়িয়ে তোলার শ্রেষ্ঠ জায়গা। সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আর একটুখানি সংযতও হতে হবে। আপনাকে অপরাপর ব্লগারের সাথে ইন্টার-এ্যাক্টিভ হতে হবে। আপনি যদি অপর ১০ জন ব্লগারের পোস্ট নিয়মিত পড়েন, তাঁদের কেউ কেউ আপনার পোস্টেও আসবেন। এভাবে যত দিন যাবে, আপনার পরিচিতিও বাড়তে থাকবে। আপনার বয়স ব্লগে প্রায় ১০ মাসের মতো। এ বয়সে অনেক ব্লগার আরও অনেক বেশি পরিচিতি লাভ করেছেন।
আর যদি কবিতা লেখা চাপিয়ে না রাখতে পারেন, আই মিন, যদি প্রতিদিন ৮-১০টা কবিতা পোস্ট করতে চান, তাহলে প্রথমত ব্লগার তিক্তভাষী যা বলেছেন তা করতে পারেন, অথবা কবিতা পোস্ট করার সময় কেবল নিজের ব্লগেই পোস্ট করবেন, প্রথম পাতায় না পাঠিয়ে। প্রথম পাতায় এক দিনে এতোগুলো কবিতা বা পোস্ট পাবলিশ করাকে ফ্লাডিং বলা হয়, যা খুব খারাপ চোখে দেখা হয়, এবং এ দ্বারা নিজেকে হাস্যকরও করে ফেলছেন কিন্তু। আজ অক্টোবর মাসের সবে ১২ তারিখ, এরই মধ্যে আপনি ৫৯টি পোস্ট পাবলিশ করে ফেলেছেন- এটা কিন্তু কেবল হাস্যকরই নয়, রীতিমতো আপত্তিকরও, যা কর্তৃপক্ষের কাছে ফ্লাডিঙের দায়ে রিপোর্ট করার জন্য যথেষ্ট।
আমার সর্বশেষ উপদেশ হলো, প্লিজ ব্লগে কবিদের খুঁজে বের করুন, তাঁদের সাথে সখ্যতা গড়ে তুলুন- অবাক হবেন- এই ব্লগে অসংখ্য তুখোড় ও মেধাবী কবিদের উপস্থিতি দেখে, যা থেকে শিখবার আছে অনেক কিছু।
আশা করি আমার মতামতকে পজিটিভলি নিবেন।
শুভ কামনা আপনার জন্য।
____________________________
এই কমেন্ট টা আপনার ‘বান্দর-মানুষ’ কবিতায়ও পোস্ট করা হলো, যাতে আপনার চোখ এটিকে না এড়িয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা লেখাটা বন্ধ করতে হবে কেনো?
কবিতা চালিয়ে যান।
কবিরা তো হিটের পিছনে থাকলে হবে না।
দুনিয়ার সব কিছুই কি বাজারি? কবিতা অন্তঃত না।
কবিতা লিখুন। নিজে আনন্দ নিন। আমাদের মুগ্ধ করুন।