![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কবির কবিতা পড়ে থাকে কালের দেরাজে।
শাফিক আফতাব...............
কাল থেকে কবিতা নয়__উপন্যাস__নয়তো প্রবন্ধ
কারণ কবিদের সবাই বলেন মন্দ।
কবি প্রথমত মূলত ব্যর্থ প্রেমিক__
প্রেমে ব্যর্থ হয়ে তার এই পথে নেমেছেন।
ম্বামী পরিত্যক্তা রমণী নামে যেমন কুকাজ অকাজ আর বাজে কাজে
কবিদেরও অনম সম্মান সমাজে।
কবিরা লুচ্চা হয় সাচ্চা কথা জীবনেও কয় না একটি
প্রত্যেক কবির জীবন, না খেয়ে মাটি।
কবি যে দ্রষ্টা এক কথা দ্রষ্টব্য করে বলতে গেলে উষ্টা খেতে হয়
কবি যে স্বপ্ন দেখায় এক কথা বলতে গেলে মানুষ গুষ্টি কিলায়
কবি যে ঐতিহ্যের বাহক
এক কথা বলতে গেলে মানুষ বলে আসল প্রতারক।
কত নায়িকাদের নাম তাদের কবিতায়
জীবনটাই কেটে দিয়েছেন মিথ্যায়।
কবিতা প্রসবের আনন্দ যে সন্তান প্রসবের মতোন
এক কথা বললে হয়না কী অতিকথন ?
ফলত কলঙ্কের ঢালি মাথায় নিয়ে__
কষ্টের নোনা জলে ভাসিয়ে
মুর্খের ভাগাড়ে পড়ে থাকি নিজে মুর্খ সেজে
কবির কবিতা পড়ে থাকে কালের দেরাজে।
১৩.১০.২০১৩
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৯
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বিদায় কাব্য, বিদায় কবিতা : বিদায় ব্লগ।
তবে সারাদিন যত কবিতা লিখবো একটি মাত্র পোস্টে দেবার জন্য আমার ব্লগার বন্ধুরা পরামর্শ দিয়েছেন। আমি তাই করার জন্য ভাবছি। তবে একটা দাবি থাকলো, ভালো শিরোনামের কবিতাগুলো যেন তারা পড়েন। আর খারাপ শিরোনামের কবিতাগুলো যাতে না পড়েন।[/si
কি কবি, প্রতিশ্রুতি তো ঠিক থাকল নাহ।