![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি শাফিক আফতাব বলছি। আমি ব্লগে দেড়বছর। আমার আগের নিকনাম ছিলো শাফিক আফতাব। আমাকে অশ্লীল কবিতার লেখার দায়ে ব্যান করা হয়। এর পর কথিত অশ্লীল কবিতা আমি আর লিখিনি। ব্লগটি খুঁজতে গিয়ে দেখা যায়, আমার ব্লগ লেখার বয়স অদ্যাবধি পর্যন্ত হিসেব করা হচেছ। আমার ব্লগের নিক নামটি কি কোনো দিন খুলে দেয়া হবে ?
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: কেউ তো আর জোর করে কাউকে ধরে এনে নিজের পোস্ট পড়াচ্ছে না। যদি কারো খারাপ লাগে তাহলে সে না পড়লেই পারে। ______অতীব সত্যকথন, স্যালুট ভাইজান আপনাকে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
শায়মা বলেছেন: ইলুসন ভাইয়ার মত আমারও মনে হয় যে যত ইচ্ছা লিখতে পারে যদি তা কোনো ব্যাক্তি আক্রমনাত্বক বা দেশ ও দশের জন্য ক্ষতিকর না হয়। কেউ যদি একশোটা কবিতাও পোস্ট করে আর তাতে যদি কারো বিরক্তি লাগে তবে সে সেটা পড়বেনা এবং এই ক্ষেত্রে পোস্ট দাতারই ক্ষতি সে পাঠক হারাবে তবে যদি সে নিজের ইচ্ছা শুধু পোস্ট করেই আনন্দ পায় তবে সে সেটাই করবে।
তবে একই পোস্ট বার বার ফ্লাডিং করলে মডারেটর তা বন্ধ করে দিতে পারে কারণ সেটা নিশ্চয় বিরক্তের উপর বিরক্তিকর কাজ হবে। আর ব্লগীয় নীতিমালায় যদি থেকে থাকে দিনে ২ টা বা ৩ টার বেশী পোস্ট করা যাবেনা তাহলে সেটা মানতে সবাই বাধ্য।
ইলুসন ভাইয়ার বিভিন্ন চিন্তামূলক কমেন্টে আমি তার ফ্যান হয়ে যাচ্ছি।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: শায়মা, আপনাকে ধন্যবাদ; তবে ঈদের পর উপন্যাস লিখবো।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
আমিনুর রহমান বলেছেন:
দূর মিয়া ভাই জানা আপা আপনারে তো আবার ব্যন করবো তার নামের বানান ভুল করার কারনে
শিরোনাম ঠিক করেন 'জানা' জনা হয়ে গেছে।
ভাই আপনে সারাদিন যেসব কবিতা লিখে তা একটা পোষ্টে দিলে আমাদের জন্য খুব ভালো হয়। সত্যি বলছি আপনার লিখা আমার ভালো লাগে গুটিকয়েক হয়ত মাঝে মাঝে ভালো লাগে না। আপনার এই ফ্রাডিংটা যদি অফ করতেন আপনার কবিতা পড়ার অনেক পাঠক পেতেন।
ভালো থাকবেন। শুভ কামনা।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
কালীদাস বলেছেন: আই লাভ ইওর কবিতা ইসপিরিট। চালায়া যান।
বাইদ্যাওয়ে, আপনার পেশা কি?
৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৩
বটবৃক্ষ~ বলেছেন: আপনার কবিতা সুন্দর , আমি ফলো করি! বাট এতোগুলা একসাথে দিলে আসলেই পড়ার ধৈর্য থাকেনা!! সরি!
জানা বানান ঠিক করেন দেন!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
ইলুসন বলেছেন: আমার মতে অশ্লীল কবিতা লিখলেই বা কী হয়! ব্লগে যদি কেউ কোন ব্যাক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করে কিছু না লিখে তাহলে তাকে লিখতে দেয়া উচিত। এটা একটা স্বাধীন মত প্রকাশের প্লাটফরম। কেউ তো আর জোর করে কাউকে ধরে এনে নিজের পোস্ট পড়াচ্ছে না। যদি কারো খারাপ লাগে তাহলে সে না পড়লেই পারে।