![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
হ্যাঁ, শাফিক আফতাব-ই সর্বোচ্চ পোস্ট দাতা___২০১৩ সালে। জরিপে তাই বলবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: হা ঠিক ধরেছেন। তবে ২০১৪ থেকে অন্য কাজ। ব্লগ নয়। পত্রিকা।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমি ত আশাই করিছিলাম শাফিক আফতাব-ই সর্বোচ্চ পোস্ট দাতা হবেন।২য় স্থান পাবেন গেন্দু মিয়া, ৩য় স্থান অনুপম অনুষঙ্গের জন্য।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ঠিক কইছেন ভায়া
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
ভিটামিন সি বলেছেন: আপনার আর কি কি নিক আছে এই সামুতে? দেশের এই গনতান্ত্রিক পুনরোথ্থানলগ্নে জাতি অপার আগ্রহে জানবার চায়। এরপর সায়েন্স ফিকশন লেখা শুরু করুন। আপনি এই ব্লগে একনায়কতন্ত্র চালিয়ে দিয়ে একাই সারাদিন কোন না কোনভাবে ব্লগের প্রথম দুই পাতায় থেকেই যান সেজন্য আপনাকে ইরানী গোলাপের শুভেচ্ছা।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: আহা !ভায়া বেশী হইয়্যে গেলো
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
বিডি আমিনুর বলেছেন: আপনাকে নোবেল দেয়া হোক।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: একুশ পদক পাবো সে আশা করি
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মশিকুর বলেছেন:
শাফিক আফতাব এবং গেন্দু মিয়া এই দুই জনের প্রকাশিত কাব্যগ্রন্থ এবং আপনার প্রকাশিত কাব্যগ্রন্থ একই!!! আপনি কিছু বলেন না কেন? বদমাইশ দুইটা আপনার কাব্যগ্রন্থ নিজের বলে চালিয়ে দিচ্ছে?? অবশ্য তিনজন একই ব্যক্তি হলে ভিন্ন কথা।
ভালো থাকুন।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ব্যক্তি এক। নাই কোনো ফারাক।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মশিকুর বলেছেন:
শাফিক আফতাব এবং গেন্দু মিয়া এই দুই জনের প্রকাশিত কাব্যগ্রন্থ এবং আপনার প্রকাশিত কাব্যগ্রন্থ একই!!! আপনি কিছু বলেন না কেন? বদমাইশ দুইটা আপনার কাব্যগ্রন্থ নিজের বলে চালিয়ে দিচ্ছে?? অবশ্য তিনজন একই ব্যক্তি হলে ভিন্ন কথা।
মিয়াবাই কি ব্যপার ? সবাই আপনার দিকে মাল্টি নিকের অভিযোগ উঠ্ঠাছে অবস্থান ক্লিয়ার করুন। সব বিষয়ে চুদুরবুদুর চলত না। http://abuls.blogspot.se/
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: হুইসেন নি কী কয়।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
মামুন রশিদ বলেছেন: ১২ শতাধিক পোস্ট দিয়ে আপনি নিঃসন্দেহে সর্বোচ্চ পোস্টদাতা ব্লগার । আর আমি সারা বছরে মাত্র ২৮ টি পোস্ট দিয়ে নিজেকে 'ব' ও ভাবতে পারছি না ।
ভাই, আপনি ব্লগ ছেড়ে যাইয়েন না । আপনার অভাব ব্লগ কিছুতেই পূরণ করতে পারবে না । তারচেয়ে আমরা 'ব' রা ব্লগ ছেড়ে দেই
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: ভাই, আপনি ব্লগ ছেড়ে যাইয়েন না । আপনার অভাব ব্লগ কিছুতেই পূরণ করতে পারবে না । তারচেয়ে আমরা 'ব' রা ব্লগ ছেড়ে দেই
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
পথহারা সৈকত বলেছেন: আপনার আর কি কি নিক আছে এই সামুতে? দেশের এই গনতান্ত্রিক পুনরোথ্থানলগ্নে জাতি অপার আগ্রহে জানবার চায়। এরপর সায়েন্স ফিকশন লেখা শুরু করুন। আপনি এই ব্লগে একনায়কতন্ত্র চালিয়ে দিয়ে একাই সারাদিন কোন না কোনভাবে ব্লগের প্রথম দুই পাতায় থেকেই যান সেজন্য আপনাকে ইরানী গোলাপের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
ভিটামিন সি বলেছেন: fআমারও তাই মনে হয়। ২য় স্থান পাবে গেন্দু মিয়া, ৩য় স্থান অনুপম অনুষঙ্গ।