![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Beauty is truth, truth beauty," - that is all Ye know on earth, and all ye need to know.
আমরা অসুস্থ হলে প্রথম যার
কথা মনে পড়ে তিনি হলেন ডাক্তার;
বাড়ি বানাবো দরকার ইঞ্জিনিয়ার;
অংক বুঝি না দরকার পড়ে টিচার ।
টেবিল বানানোর প্রয়োজনে যাই
মিস্ত্রির কাছে; জুতা ছিঁড়লে দারস্থ হই
মুচির; আর কাপড় বানাতে লাগে দর্জির।
প্রশ্ন হলো আমরা একেক কাজে নির্দিষ্ট
একেক জনের কাছে কেনো যাই;
কেনো আমরা জুতা সেলাই
করতে ডাক্তারের কাছে যাই
না বা ঔষধ প্রেস্ক্রাইব করার জন্য
কেনো দারস্থ হই না কোনো দর্জির!
তার কারণ
আমরা জানি তারা প্রত্যেকেই নিজ
নিজ ক্ষেত্রে পারদর্শী। ডাক্তার
জানেন কোন রোগের কি লক্ষণ আর তার
ঔষধই বা কি। শিক্ষক জানেন
কিভাবে বুঝালে ছাত্ররা সহজে বুঝবে।
কিন্তু, আফসুসের বিষয় এই সহজ
হিসেবটা কোনো ধর্মীয়
ব্যপারে আমাদের মনে থাকে না।
ধর্মীয়
কোনো সমস্যা সামনে আসলে আমরা ভুলে যাই
এক্ষেত্রেও আমাদের উচিত
কোনো বিশেষজ্ঞ ব্যক্তির দারস্থ হওয়া।
কিন্তু অধিকাংশ সময় আমরা নিজেদের
মন মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিই
যা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুল
পথে চালিত করে।
তাই আমাদের উচিত নিজেদের অন্যান্য
সমস্যার মতো এক্ষেত্রেও সঠিক ব্যক্তির
দারস্থ হয়ে সঠিক জ্ঞান লাভ
করে জীবনকে সঠিক পথে চালিত করা।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
বেকার সব ০০৭ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কথা ত সঠিক । কিন্তু নিজের জন্য আরেক জনের কাছে যেতে বড়ই....................