![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Beauty is truth, truth beauty," - that is all Ye know on earth, and all ye need to know.
আওয়ামী লীগ বলছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে (অবশ্য তারা অনেক আগে থেকেই বলে আসছিল নির্বাচন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ হবে)।
তবে,কতোটা কি যে হয়েছে তা আমরা সবাই জানি।
অপরদিকে, বিএনপি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছে এই বলে যে আমরা(আম জনতা) 'প্রহসনের এই নির্বাচন্ִ প্রত্যাখ্যান করে সরকারকে পরাজিত করেছি।
তাই বলে আপনাদের(বিএনপি) খুশি হওয়া মানায় না।
সুষ্ঠু নির্বাচন হলে হয়তো আমরা আপনাদেরই ভোট দিতাম। তবে সেটা আপনাদের পছন্দ করে নয়, বরং আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে। আপনারা যে ঐ একই কুকুরের লেজ তা আমাদের জানাই আছে।
আসল কথা হলো আমাদের সামনে তৃতীয় কোনো 'Option' নাই। থাকলে আপনাদের উভয় দলকেই বুঝিয়ে দিতাম আমরা জনগণ কি জিনিস (আজকে ছোটখাট একটা 'Demo' অবশ্য দেখিয়ে দিয়েছি; সামনে আসছে 'Full version')।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
রক্ত পলাশী বলেছেন: হতভাগা জনতা পাটিতে যোগ দিন!!!!!!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
পাঠক১৯৭১ বলেছেন: অদ্ভুত বাক্যবাণ
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ???
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ভোরের সূর্য বলেছেন: একদম সহমত। ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী জিতেছে তার মানে এই না যে বিএনপিকে সবাই খুব পছন্দ করে। বরং বলা ভাল যে আওয়ামীলীগ কে 'না' করতে যেয়ে মানুষ বিএনপি কে ভোট দিয়েছে।আসলে এই দুদলই একই পথের পথিক। এই মুহূর্তে না ভোট আমাদের খুব দরকার ছিল।