নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প

আলোকিত পৃথিবী

মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...

আলোকিত পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন?

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

ইউটিউব ভিডিও ডাউনলোড করা নিয়ে সবাই কমবেশি ঝামেলায় পড়েন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

প্রথমেই http://www.YouTube.com এ প্রবেশ করুন।
তারপর আপনার পছন্দের ভিডিও প্লে করুন।
এখন এড্রেসবারে আপনার কার্সর নিয়ে যান এবং www. লেখাটি বাদ দিয়ে ঔখানে 10 লিখে দেন। এখন url টা হবে অনেকটা এমন10youtube.com/watch?v....
তারপর কিবোর্ডে ENTER button চাপুন। ব্যস আপনার কাজ প্রায় শেষ।
এখন নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মাঝামাঝি অবস্থানে Download নামে একটা নীল বাটন দেখতে পাবেন।
এই Download বাটনে ক্লিক করলে আপনাকে ভিডিও ডাউনলোড করার কয়েকটা অপশন সাজেস্ট করবে।
আপনি আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন।
দেখুন ভিডিওটা ডাউনলোড হতে শুরু করেছে।
কিছুক্ষণ অপেক্ষা করুন আর ডাউনলোড শেষ হলে উপভোগ করুন আপনার ইউটিউব ভিডিও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

থিওরি বলেছেন: http://kazisobur.hpage.com/ সাইটে গিয়ে মেনুবারে ইউটিউব ডাউনলোড থেকে করতে পারেন।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

আলোকিত পৃথিবী বলেছেন: আমার দেওয়া ট্রিকসেই সবচেয়ে সহজে ইউটিউব ডাউনলোড করা সম্ভব। অযথা অন্যউপায় খোজার প্রয়োজন নাই।

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

থিওরি বলেছেন: কিন্তুু যারা মোবাইল থেকে ইউস করে এবং নেটের স্পিড খুবই স্লো তাদের অনেক বিকল্প ভাবতে হয়। ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি কায়দায় 10 এর বদলে ss লিখেও ডাউনলোড করা যায়।
পোষ্টের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

গোধুলী রঙ বলেছেন: মোবাইলে ইউটিউব এপ চালাইলে ভিডিও ভিউ এর নিচে একটা ডাউনলোড বাটন আছে, অইটা গুতাইলে অফলাইনে দেখার জন্য ডাউনলোড করবে, তবে শুধু ইউটিউব এপ দিয়াই দেখা যায়, এইটা তাগো জইন্য যারা মাগনা ওয়াইফাই চালান অথবা মোবাইল ডাটা নিয়া মায়া দয়া নাই।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৯

উল্টা দূরবীন বলেছেন: www. এর পর ss লিখে এন্টার চেপেও ভিডিও ডাউনলোড করা যায়। সেক্ষেত্রে লিংক এডিট করার পর উপরিউল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। ট্রিক্স শেয়ার করার জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.