![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***নুর মোহাম্মদ - নুর***
ভাষা এখন ভাসমান, বিশ্বায়নের মোড়কে
বাংলিশতো ভালই চলে, প্রযুক্তির সব চমকে
মা বদলে মাম্মি হয়েছে; বুবু রূপান্তর আপ্পিতে
ভাই তৃপ্ত ব্রো বললে আর পিতা খুশী ড্যাডিতে ।
ভিন্ন ভাষার অবাধ প্রবেশ রেডিও, নাটক, সিনেমায়
টকশোতে ইংরেজি তর্ক, অন্য মাধ্যমও কম কি তাই?
মায়ের ভাষা রোগাক্রান্ত আজ; মিশ্র ভাষার উত্থানে
অফিস, আদালত কিংবা বিবৃতি; বাংলার অভাব সবখানে!!
অশ্রুসিক্ত ভাষা শহীদেরা; অনুশোচিত ত্যাগে
প্রতিযোগিতাটা কিছুক্ষণের, ফুল দেবে কে কার আগে
শহীদ বেদীতে জুতা পায়ে চষে বেড়াই বাকি দিন
উন্মুক্ত প্রেমাঙ্গন আর মাদকসেবন; এভাবে কি শোধবো ঋণ?
একদিন শুধু খালি পায়ে বীর শহীদদের স্মরণে
অন্যদিনের শহীদ মিনার; চোখ নুয়ে যায় শরমে !!
©somewhere in net ltd.