নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন স্বপ্নবাজ মানুষ। স্বপ্নের ঘোরেও আমি স্বপ্ন দেখি একটি বকশিত অসাম্প্রদায়িক মানব সভ্যতার।

প্রহর্তা অন্তর

প্রহর্তা অন্তর › বিস্তারিত পোস্টঃ

মার্ক জুকারবার্গের সাধারণ বুদ্ধির অভাব

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

মার্ক জুকারবার্গের একেবারে সাধারণ বুদ্ধিও নেই। ফেসবুকের তথ্য চুরি হয়ে যাওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসনাল শুনানিতে ক্ষমা চেয়ে বললেন "এটা আমার ভুল, এবং আমি দুঃখিত,"। "আমি ফেসবুকে শুরু করেছি, আমি এটি চালাই, এবং এখানে যা কিছু ঘটছে তার জন্য একমাত্র আমিই দায়ী।"

জুকারবার্গ কে আমাদের দেশে পাঠানো দরকার। বেটা, রাজনীতি একেবারে বুঝে না। তার বলার উচিত ছিল “আপনারা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি কি তথ্য চুরি করেছি? যারা চুরি করেছেন তাদের গ্রেপ্তার করেন। আমি কে আপনারা চিনেন? আমার কত কোটি কোটি সমর্থক আছে আপনাদের এই বিষয়ে ধারনা নেই। আপনারা আমাকে আটকিয়ে রাখতে পারবেন না, আমার সমর্থক রাস্তায় বের হয়ে পড়লে বাস, ট্রেন, লঞ্চ, বিমান সব বন্ধ করে দেবে।

আফসোস গতমাসের আজকের এই দিনে নেপালে ইউ এস বাংলা বিমান দুর্ঘটনার শিকার হয় এবং এই বিষয়ে ৭১ টিভিতে আমাদের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল কে ফ্লাইট নিরাপত্তা ও প্রবিধান নিয়ে প্রশ্ন করলে তিনি এরকম কিছু বলেছিলেন “ আমিতো বিমানের মন্ত্রী, বাংলাদেশ বিমানের দেখাশুনা আমার কাজ, বেসরকারি বিমান গুলো কিভাবে কী করছে আমার দেখার বিষয় না”। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে তাকে কেউ বলেনি বেসামরিক বিমান মানে কী? #বেসামরিক বিমান মন্ত্রীর এমন #বেফাঁস কথা শুনে #বেসম্ভব উদ্দীপ্ত হলাম। বিমান দুর্ঘটনার পর থেকে তার আনাড়ি বক্তব্যগুলো নিম্নমানের ও বিরক্তিকর ছিল। যেকোন পদ আনুষ্ঠানিকতা নয়, একটি অর্পিত দায়িত্ব।

হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার সোনা ফলা মাটি !!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: জুকারবার্গ আমাদের দেশে আসলে পাগল হয়ে যাবেন।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ভুল বানান বলেছেন: this is our fault too. we let brainless people to lead us.

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: ফিলিপ বুদেকিন কি সবাই হইতে পারে ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এজন্য-ই তারা উন্নত। আর আমরা.......... থাক আর বললাম না। আশা করি বুঝতে পেরেছেন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা রাজনীতি বুঝি পলিটিক্স বুঝিনা।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত নিলর্জ হলে লজ্জ্বা নির্বাসনে যাবে
আর কত বেহায়া হলে হায়া হুশ হারাবে
আর কত মিথ্যুক হলে মিথ্যা আত্মহত্যা করবে
আর কত দাম্ভিক হলে দম্ভ দম্ভ হারাবে
আক কত দায়হীন হলে দায় শব্দটা মুছে ফেলতে হবে!!!!

আমাদের নিলর্জ, বেহায়া, মিথ্যুক দায়হীন দের বাগাড়ম্বর শুনে শুনে
মনে হয়- ধরনী দ্বিধা হও!!!!!!!!!!!!!!

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

জুজুগাগা বলেছেন: আমাদের মত মাথা মোটা নয় তাই এক কথায়া সব হজম করে নিলেন সব আর কি

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা.......... খুব ভালো বলেছেন.........

৯| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি বিমানের জন্য জান দিয়ে দিবেন বলেছিলেন, বেসরকারী বিমানের জন্য নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.