নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন স্বপ্নবাজ মানুষ। স্বপ্নের ঘোরেও আমি স্বপ্ন দেখি একটি বকশিত অসাম্প্রদায়িক মানব সভ্যতার।

প্রহর্তা অন্তর

প্রহর্তা অন্তর › বিস্তারিত পোস্টঃ

তারকাদের ভিড়ে পেশাদার রাজনীতিবিদরা নাই?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

এই দেশে ড্রাইভার হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাশের আইন আছে, কিন্তু সংসদ সদস্য নিরক্ষর হলেও চলে
একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের শ্রেণীবিন্যাসঃ-

গ্রুপ-A (শোবিজ ও স্পোর্টস) এই গ্রুপে আছে গাজীপুর-৫ চিত্রনায়ক ফারুক, ঢাকা-১৭ চিত্রনায়িকা কবরী, নীলফামারী-২ অভিনেতা আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ-২ সঙ্গীতশিল্পী মমতাজ, টাঙ্গাইল-৬ অভিনেত্রী তারানা হালিম, বাগেরহাট-৩ চিত্রনায়ক শাকিল খান, ঢাকা-১৪ ডেঞ্জারম্যান খ্যাত ডিপজল, ফেনী-৩ আসন অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী, নরসিংদী-৫ চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ড. মাসুদ পথিক, ময়মনসিংহ-৩ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, টাঙ্গাইল-১ থেকে সিদ্দিকুর রহমান, নড়াইল-২ ক্রিকেটার মাশরাফি, মানিকগঞ্জ-১ ক্রিকেটার দুর্জয়, সিরাজগঞ্জ-১ আসন কণ্ঠশিল্পী কনক চাঁপা। সিলেট-৬ আসন চিত্রনায়ক হেলাল খান, নীলফামারি-৪ কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ঝিনাইদহ-৩ কণ্ঠশিল্পী মনির খান, ঢাকা-১৮ সোহেল রানা, বগুড়া-৬ আসন থেকে "মারব বগুড়ায় লাশ পড়বে মাগুরায়" খ্যাত হিরো আলম।

গ্রুপ-B–এই গ্রুপে আছে মিডিয়া জগতের বক্তিরা - যেমন টিভি চ্যানেলের মালিক, সাংবাদিক নেতা, সাংবাদিক, সম্পাদক।
গ্রুপ-C–এই গ্রুপ আইনজীবীদেরঃ সাবেক-বর্তমান অ্যাটর্নি জেনারেল, খ্যাতনামা ব্যারিস্টার/অ্যাডভোকেট, সাবেক বিচারপতি।
গ্রপ-D–এই দলে আছে সহোদরেরাঃ- সাবেক-বর্তমান ভিআইপি মন্ত্রি/এমপি’র তারকা পুত্র/কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন।
গ্রপ-E–এই দলে আছে শিল্পপতি, কোটিপতি, ভগ্নীপতি ও নাতিপুতিরা।
গ্রুপ-F–এই গ্রুপে আছে আলেম, ওলামা, আল্লামা, মোহাদ্দেস, মুফতি, মাওলানা, (রহ.), শাহ্ সূফী, পীর কামেল, পীরবাবা, পীরজাদা, হারামজাদারা।
গ্রুপ-G–এই দলে পেশাজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, বুদ্ধিজীবী, ধর্মজীবী, পরজীবী, নারীজীবী, নেশাজীবী, হিবিজীবী।
গ্রুপ-H– এখানে ইয়াবা-বা, সাধুবাবা, তালাবাবা, মাটিবাবা, মেয়ের বাবা, শ্বশুরবাবা এবং শেষমেশ আছে অভাগা।

পুনশ্চঃ ডক্টরেট, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কৃষিবীদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও স্থপতিদের জায়গা আপাতত হয়নি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডাক্তার-ইঞ্জিনিয়ার কতজন আছে?


সংসদে সব ধরণের লোকেরই দরকার। তবে তারকাদের দৌড় ইদানিং বেশী হয়ে যাচ্ছে। দেখি সামনে এরা কী করে...

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: যাদের জায়গা হয়নি.........কবে হবে? হবে কি !!

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: হিরো আলমের ছবি চাই!

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

আবু তালেব শেখ বলেছেন: সাবাস বাংলাদেশ

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশরাফি ছাড়া বাকীগুলোর থাকার সম্ভাবনা খুবই কম...

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: We need bonafide and pure men.

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ তালিকা প্রণয়ন করেছেন জনাব | যোগ্য রাজনীতিবিদদের কোনো ভাত নেই | আমার এখনো মনে পরে সারাজীবন গণমানুষের জন্য রাজনীতি করে নির্মল সেন ঢাকার একটি আসনে পেয়েছিলেন কয়েক হাজার ভোট মাত্র | বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি ছাগলকেও নমিনেশন দেয় বাংলার বেকুব জনগণ তাকেও ভোট দিবে |

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের দখলে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.