![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে সামসাং এক্সটারনাল হার্ডডিক্স পিসিতে ঢুকাইলের ফরমেট চাইতো পরে একটা ডাটা রিকভারি দিয়া ডাটা রিকভার করতে গেলাম এখন আর পিসি তে হার্ডডিক্সের কোন সিগন্যাল পাই না। সব ইউএসবি পোর্টে লাগাইসি, আরেকটা ল্যাপটপে লাগাইসি কাম হয় না। ডিস্ক মেনেজমেন্টে কোন সাড়া নাই।
কারো কাছে সমাধান থাকলে এই অধমরে হেল্প করুন।
২| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩০
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: কানেক্টর টা চেঙ্গ করে দেখতে পারেন।
কানেক্টর ছাড়া সরাসরি লাগিয়ে দেখতে পারেন।
এইগুলার কোনটা যদি কাজ না করে তাহলে সারসে (দুয়া দুরুদ পরা শুরু করেন)।
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৫
নভেল বলেছেন: ভাই, একটা কথা বলা হয় নাই হারডিস্কের ভেত্র আগের মতই কি জানি ঘুরে এবং লাইট জ্বলে। তবে আগে লাইট নিবু নিবু করতো আর এখন খালি জ্বলে থাকে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২৭
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: কানেকটর টা চেক করেন।