নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চির বিদ্রোহী বীর... বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির বিদ্রোহী বীর.।

নভেল ডি ক্যাসনোভা

গোল গাল গল্প

নভেল ডি ক্যাসনোভা › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত কৌতূহল !!

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০

আমার অনেকগুলো মুদ্রা দোষের একটি হলো অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা করে সময় নষ্ট করা (যদিও আমার কাছে খুব ঈ প্রয়োজনীয় মনে হয়)।
যাহোক, গতকাল রাতে বাদশাহ নামদার বইটির কিছু অংশ পড়েছি ভালই লেগেছে।

কিন্তু সমস্যা হচ্ছে আজ ঘুম থেকে উঠার পর থেকে মাথায় বাদশাহ হুমায়ুন মীরজা বিষয়ক বেশ কিছু ব্যাপার ঘুরপাক খাচ্ছে। কিছু নমুনা নিচে দেয়া হলো:

১) ১৫৩২ সালে সম্রাট হুমায়ুনের বয়স ছিল ২৪, ২০১৪ সাল, নভেল সারাদিন সম্রাট হুমায়ুনকে নিয়ে ব্যাপক গবেষণা করেছে, নভেলের বয়স ২৪, ২৪৯৬ সাল, হয়ত কেউ নভেল কে নিয়ে গবেষণা করবে তার বয়স ২৪........তার নাম কি হতে পারে?

২)সম্রাট হুমায়ুন এবং আমার জেনারেশন গ্যাপ ৪৮২ বছরের, ৪৮২ বছরে চিন্তা চেতনায় অনেক পার্থক্য থাকলেও একটি বড় সাদৃশ্য আছে। সেইটা কি?

৩) ২৪৯৬ সালের অই ছেলেটির চিন্তা চেতনা কি অনুমান করা সম্ভব?

৪)মানুষ আসলে কিসের জন্য বাঁচে? সময় কে আমরা কেন অতিবাহিত করতে চাই? যেখানে সময়ের শেষ মানে মৃত্যু।

৫)ভবিষ্যতে এমন কি কোন গ্যাজেট আসতে পারে যেখানে আমি, সম্রাট হুমায়ুন এবং ভবিষ্যতে র সেই ছেলেটি একে অন্যের জীবন কিছুদিন এর জন্য অতিবাহিত করতে পারব?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.