নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল গাল গল্প
প্রশ্ন ১ঃ বিসিএস ক্যাডার হলে শোগ্লি ইংক্যা পাগ্লার্ লাকান্তি করে কিশোক ? দেখলেই মনে হয় এক ড্রাম সোনার পশা পাছে... কাহিনী কি বারে ?
প্রশ্ন ২ঃ বিসিএস ক্যাডারের সাথে সাথে তাঁর আত্মীয়- অনাত্মীয়, পরিচিত-অপরিচিত শোগ্লি ইংক্যা ভাক্কা করে কিশোক ? একেরে কাহিনীডা কি?
প্রশ্ন ৩ঃ বিসিএস সোনার হরিন হবি কিশোক? এড্যা কি ম্যানষের "সোনা" দিয়েই তৈরি হছে... ত্যাই?
প্রশ্ন ৪ঃ বিসিএস ম্যানশের জীবনের লক্ষ্য কিম্নে হবার পারে? ম্যানশের জীবনের লক্ষ্য হবার পারে বিমান চালানো, ডাক্তারি করা এক কথায় লক্ষ্যতো কাম হওয়া উচিত কামের ক্ষেত্র লক্ষ্য কিশোক?
প্রশ্ন ৫ঃ কে ক্যাংকা মনে র্যাখবার পারে এই সিস্টিমের পরীক্ষা দিয়ে কিম্নে মেধা যাচাই হয়? মনে রাখতে তো এখন কাগজও লাগে না।
পুনশ্চ ১ঃ ৩৪ তম বিসিএস এর সকল ক্যাডারকে অভিনন্দন। আশা করছি আপনারা কিছুটা হলেও সৎ থেকে দেশকে সেবা করবেন।
পুনশ্চ ২ঃ ইহা নিছকই একটি ফান পোস্ট। তারপরেও কেউ ব্যক্তিগত ভাবে নিতে চাইলে নিতে পারেন। কিচ্ছু আসে যায় না, আপনারও এবং আমারো।
২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩
নভেল ডি ক্যাসনোভা বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
আলী আকবার লিটন বলেছেন: ক্যাডার হছে সেই জন্নে ভাব লিচ্চে ভাই।হামার কতা ক্যাডার হছু একন লক্বকড়ে শুয়ে থাক ।চাকরি কতদ্দিন হবি তার গ্যারান্টি কেউ দিবের পারবেল্লয় । তোর জকন সিরিয়াল আস্পি তুই তখন তোর চাকরির বয়স সেশ !!! কত দেকনু উংকে ক্যাডার।।