নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের পথিক

এনামুল হাসান নোমান

..

এনামুল হাসান নোমান › বিস্তারিত পোস্টঃ

বিবাহঃফ্যামিলি বশীকরণ মন্ত্র

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

আপনি যদি মনে করেন আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে,কিন্তু আপনাকে বিয়ে করানোর ব্যাপারে পরিবারের কোন মাথাব্যথা নেই-তাহলে নিম্নোক্ত পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেনঃ

 আপনি যে খাটে ঘুমান সেটা অর্ধেক কেটে ফেলার ভাব করে করাত হাঁতে নিয়ে হুলস্থূল শুরু করুন।পরিবারের লোকজন যখন জানতে চাইবে কী হয়েছে?বলবেন,“একা একা এতোবড় খাটে ঘুমাই।কিরকম লাগে!তাই অর্ধেক কেটে ফেলছি।”বাড়ির লোকেরা তখন একটা ব্যাবস্থা করেও ফেলতে পারে।

 গভীর রাতে চিৎকার করে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ুন আর অজ্ঞান হবার ভান করে দরজার কাছে পড়ে থাকুন।‘জ্ঞান ফিরলে’ সবাইকে বলুন যে আপনি একা থাকতে ভয় পান।প্রাথমিক ভাবে এই সমস্যা দূর করার জন্য আপনার ভাইকে দেয়া হবে রাতে আপনার সাথে থাকার জন্যে।কিন্তু আপনি গভীর রাতে “ভূত! ভূত!!” বলে চিৎকার করার সাথে সাথে গুতা মেরে প্রিয় ভাইকে খাট থেকে ফেলে দিন।বাধ্য হয়েই আপনার বিবাহের সুব্যবস্থা করা হবে।

 আপনার ছোট ভাইয়ের বিয়ের ব্যাপারে উঠেপড়ে লেগে যান।প্রয়োজনে আপনার বাবাকে বলুন,“আব্বা,তোমার ছেলের বিষয়ে আমার কাছে ভয়ঙ্কর তথ্য আছে,ওরে মাসখানেকের ভিতরে বিয়ে না করালে ‘কিছু একটা’ করে ফেলতে পারে।”ব্যস,খেলা দেখতে থাকুন।বাবা মায়েরা ট্র্যাডিশন প্রিয় হয়।আপনার বিয়ে না দিয়ে তারা কিছুতেই আপনার ছোট ভাইকে বিয়ে করাবেন না।সপ্তাহ দুয়েকের ভিতরেই আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে।

 (বিয়ের বয়েসি)ছোটবোনের কাছে গিয়ে মুখ শুকনা করে বলুন,“তোর জন্য ভালো একটা বর পেয়েছি রে।ভাবতেই খারাপ লাগছে তুই আমাদের ছেড়ে চলে যাবি।”একথা শুনে আপনার বোন অবশ্যই বলবে,“হুঁহ,দাড়াও সংসারে ভাবি না এনে ছাড়ছিনা।” তখন আপনিও তার কান টেনে দিয়ে রুক্ষ স্বরে বলুন,“হেহ,তুই যদি তোর বিয়ের আগে আমার বিয়ের ব্যবস্থা করে ফেলতে পারিস,তাহলে আমার নাম আর অমুক না।নাম বদলে ভোঁদড় রাখব।”আর টেনশন করার কারণ নেই।ভেবে নিন আপনার বিয়ে এই হয়ে গেলো বলে।

 একদিন ২ কেজি মিষ্টি নিয়ে বাড়ি ফিরুন।মা-বাবাকে আনন্দের সহিত বলুন,“আমার সবচেয়ে ঘনিষ্ট বন্ধু সাব্বির আছে না?সেই এই মিষ্টি পাঠিয়েছে।গতকাল তার ২য় পুত্র সন্তান হইসে।বড় ছেলে ক্লাশ ওয়ানে পড়ে আরকি।হেহেহে।”মনে করুন মাস দুয়েকের ভিতরে একটা ইয়ে হয়ে যাচ্ছে।

 ঘরে একদিন চিৎকার করতে করতে ঢুকেন,“শালার পুত,আমি নাকি কনে পাচ্ছিনা,বুড়ো হয়ে যাচ্ছি!”তখন আপনার বাবা মা এসে জিজ্ঞেস করবেন,কে বলছে?আপনি তখন “কেউ না” বলে ঘুমিয়ে পড়ুন।

 টাকা পয়সা থাকলে বিদেশ যাবার ‘ব্যবস্থা’ করে ফেলুন।আর বাবা মাকে ক্রমাগত ইঙ্গিত দিতে থাকুন,একবার বিদেশে পৌছে গেলে উধাও হয়ে যাবেন।তখন বিদেশ যাওয়ার আগে আপনাকে বিয়ে করিয়ে দেয়া হবে যাতে বউয়ের টানে অচিরেই আপনি ফিরে আসেন।কিন্তু বিয়ের পর বাবাকে গিয়ে বলুন,“আব্বা,চিন্তা করে দেখলাম দেশে থেকেও অনেক কিছু করা যায়।তাছাড়া,আমি তোমাদেরকে ছাড়া কোথাও গিয়ে টিকতে পারবনা।”

[উপরোক্ত পদ্ধতিগুলো শুধুমাত্র লাজুক টাইপের ছেলেদের জন্য।বাহাদুর(লজ্জাহীন) ছেলেরা নিজে নিজেই এই মহৎ কর্মটি সম্পন্ন করে ফেলতে পারে।অথবা বাবাকে গিয়ে বলে,“আব্বা,তুমি কি আমারে শুক্রবারের আগেই বিয়ে করাবা নাকি আমি নিজেই তোমার বউমারে নিয়া আসব?]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

এনামুল হাসান নোমান বলেছেন: :P :P :P :P :P

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

শিশির সিন্ধু বলেছেন: আরে ধুর ধুর!! এত কিছু করা লাগে নাকি.....প্যান্টের/শার্টের পকেটে কনডম রাইখ্যা প্যান্ট/শার্ট ধুইতে দেন....এরপরে দেহেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

এনামুল হাসান নোমান বলেছেন: হাহাহা,প্যান্ট/শার্টের পকেটে কনডম রাখা কিন্তু 'লাজুক ছেলে'দের কাজ না ভাই :)

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

পথহারা নাবিক বলেছেন: ভালো লিখছেন কিন্তু এইসব আমার জন্য না!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

এনামুল হাসান নোমান বলেছেন: আপনি তাহলে 'সাহসী' ছেলে!!! তাইতো? :)

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

পিচ্চি হুজুর বলেছেন: সবকিছু আসলে বাবা-মা এর সচেতনতার উপর নির্ভর করে ভাই। আমার এক বন্ধু এবং আমি, আমাদের উদাহরণ দিই। আমরা দুইজনেই মধ্যবিত্ত পরিবারে বড় হইছি। আমার বন্ধুর মা এর কথা ছেলেরে ৩৫ এর আগে বিয়েই দিবে না। কারণ, মধ্যবিত্ত পরিবারে হাজারো সমস্যা সমাধান করে তাকে বিয়ে করতে হবে। আমাদের পরিবারের নিজেদের অবস্থাও ভাল না। কিন্তু আমার মাকে আমি কখনই এই ধরণের কথা বলতে দেখি নাই। ইনফ্যাক্ট রীতিমত আমার বিয়ের ব্যাপারে আমাদের বাসার সবাই কমবেশি আলোচনাই করে। আমার মা কখনই চায় না সংসারের ঘানি টানতে যেয়ে আমি যাতে আমার নিজ জীবনের আনন্দ থেকে বঞ্চিত না হয়। পুরা বিষয়টাই আসলে মনে হইছে একটা পরিবারের দর্শন যেইভাবে কাজ করে তার উপর ডিপেন্ড করে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

এনামুল হাসান নোমান বলেছেন: ঠিকই বলেছেন ভাই।আসলে অনেক পরিবারই আছে,যাদের সামর্থ থাকার পরেও এটা নিয়ে বেশি ভাবেনা।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

হু-কেয়ারস বলেছেন: প্যান্টের/শার্টের পকেটে কনডম রাইখ্যা প্যান্ট/শার্ট ধুইতে দেন....এরপরে দেহেন........হাহাহাহা। কাজের লোক না আবার ভূল ইন্টারপ্রেট করে ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

এনামুল হাসান নোমান বলেছেন: হাহাহাহা,তাহলে তো আগে কাজের লোকদেরকে ম্যানেজ করতে হবে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.