![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে যত বজ্র মজুদ আছে,
তীব্র গর্জনে সব ঝরে পড়ে যাক প্রশান্ত মহাসাগরের মাঝখানে।
কোন এক মধ্যরাতে একেবারে নীরবে
নীড় ভেঙে দিয়ে চিরতরে,
পাখিরা উড়ুক মহাশূন্য পানে।
বায়ুমন্ডলের যত মেঘমালা আজ শূন্যে প্রবহমান,
প্রত্যাহার করে সমস্ত নিয়ে যাওয়া হোক দূরে,
অন্য কোন ছায়াপথের নিষ্প্রান গ্রহের বায়ুমন্ডলে।
খুলে দেয়া হোক সকল দেশের সকল অস্ত্রাগার,
বিস্ফোরণ ঘটানো হোক প্রতিটি পরমাণু স্থাপনার।
প্রচন্ড শব্দে ইসরাফিলের সিঙ্গা বাজিয়ে,
গণমৃত্যুর ডাক দেয়া হোক প্রতিটি প্রাণের কানে।
অজস্র কাল পরে,
ফের পূব আকাশে সূর্য উঠুক লাল সাগরের পরে।
আসুক পাখির কলকাকলি,আসুক মেঘমালা
হোক বৃষ্টি,উঠুক রোদ্র থাকুক সারাবেলা।
আবার আসুক নতুন কেহ,নতুন কোন রূপে,
ভরিয়ে দিক,দিক চারিদিক কেবল সুখে সুখে।
গতকাল লিখলাম।
©somewhere in net ltd.