নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের পথিক

এনামুল হাসান নোমান

..

এনামুল হাসান নোমান › বিস্তারিত পোস্টঃ

ছোটদের সাথে বাজি ধরতে যাওয়া মানেই বাজিতে হেরে যাওয়া।

০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫১

ছোটদের সাথে বাজি ধরতে যাওয়া মানেই বাজিতে হেরে যাওয়া।



সন্ধ্যার সময় ঘরের সিঁড়িতে আমি আর আমার ছোট ভাই বসে আছি। আমি ফেসবুক ব্রাউজ করছি আর আমার ছোটভাই আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল,

~ আচ্ছা ভাইয়া, আমি যেখানেই যাই চাঁদও আমার সাথে সাথে যায়। আব্বার সাথে আগে মাঠের দিকে গেলাম, সেখানেও চাঁদ আমার সাথে গেল। ঘরের পেছনে গেলাম, সেখানেও দেখি চাঁদ আছে। এখন এখানে আসলাম, দেখ চাঁদ আমার সাথে সাথে চলে এসেছে।



~ বলিস কী!! চাঁদ তো শুধু আমার সাথে সাথেই যায়।



~ উঁহু, তুমি ভুল দেখেছো। একটা চাঁদ দুইজনের সাথে যাবে কেন?



~ নাহ, আমি ঠিকই দেখেছি। বরং তুই ভুল দেখেছিস।



~ তাহলে ধরো বাজি। এখন পরীক্ষা করে দেখব চাঁদ কার সাথে যায়।



~ ঠিক আছে। এই আমি পাঁচ টাকা রাখলাম এখানে, তোর টাকাও রাখ।



~ কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। বাজিতে হারলে আব্বার কাছ থেকে এনে টাকা দিব।



~ ঠিক আছে।



~ এইবার তুমি ওই দিকে যাও আর আমি এই দিকে যাই। দেখি চাঁদ কার সাথে যায়।



~ আরে, চাঁদ তো দেখি আমার সাথেই আসছে!



~ ভাইয়া, ভার্সিটিতে পড়েও তুমি মিথ্যা কথা বল কেন? চাঁদ তো আমার সাথে আসছে, দেখো দেখো। এই পাঁচ টাকা আমার।



তারপর টাকা নিয়ে পিচ্চিটা ঘরের ভেতর গেলো। আর যাওয়ার সময় বলল, “ ভাইয়া, রাতে খাওয়া দাওয়ার পর আবার এই বাজিটা ধরব। ঠিক আছে?”



আমি বললাম, ঠিক আছে। 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.