![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতবর্ষ আগে,
আমিই হয়তো এসেছিলাম তোমাদের মাঝে,
এক জীবনানন্দ সেজে।
অথবা তারও আগে,
কোন এক ভোরবেলা সুলগ্নে,
নীরবে ঝরে গিয়েছিলাম শিশিরের বেশে।
কিংবা অনাদিকাল ধরে,
ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুটি হয়ে ঘুরেছি ভুবনজুড়ে,
মাঠ থেকে হাটে, পর্বত থেকে মহাসাগরে।
তারপর কোন এক ক্যানভাসে,
কালচে নীলাভ রঙের রূপে,
চিত্রকরের তুলিকে করেছি আলিঙ্গন ভালবেসে।
প্রতিদিন প্রতি সকালে,
আলো হয়ে আমি এসেছি সবার মাঝে,
আর হারিয়ে গিয়েছি অন্ধকারে প্রতিদিন প্রতি সাঁঝে।
এভাবেই আমি সারাটি জগতে,
ছড়িয়ে পড়েছি সকলের মাঝে,
হারাই কী করে এতো অপরূপ বসুধা ছেড়ে ও নিঃস্বে!
(দিরাই, সুনামগঞ্জ
১১ ই মার্চ, ২০১৫)
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯
সালমান মাহফুজ বলেছেন: ভালো কবিতা ।